প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৪৪৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, হেরোইন, দেশী মদ, বিদেশী মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ১১/০৩/২০২২ তারিখ ২১৪৫ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। হাসান (২৮), সাং-হাশিমপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা এবং ২। জাকির (৩৪), সাং-নাজিরপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হাতে থাকা দুইটি পাটের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪৪৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ গ্রহণ করা হয়েছে।
মোঃ খায়রুল কবীর
সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক