ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,, যোগাযোগ: মোবাইল : 01712-446306, 01999-953970
ব্রেকিং নিউজ ::
জেলা বিএনপিতে পাপলুর স্থগিত, দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ লালপুরে কৃষি বীজ, চেক ও সেলাই মেশিন বিতরণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অভিনব কায়দায় ০২ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ ০৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ কুমিল্লায় র‌্যাব সদস্যের সহযোগিতায় প্রাণ বাঁচলো ছোট শিশু ইসরাতের র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে ০২ টি খাবার তৈরী প্রতিষ্ঠান এবং ০২ টি আয়রন রড, শীট বিক্রয় প্রতিষ্ঠান’কে জরিমানা ভান্ডারিয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে এসআইয়ের ওপর মাদক কারবারির হামলা পুর্বের কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে যশোরে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের কন্ট্রোলারের শ্রদ্ধা মুলাদীতে সিনিয়র আইনজীবি মজিবুর রহমান দুলালের মৃত্যুতে বিভিন্ন জনের শোক॥ মুলাদীতে সর্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল॥ প্রথম আলো’র সম্পাদকের উপর মামলার ঘটনায় সিলেট জেলা বিএনপির নিন্দা জামালগঞ্জে ব্যানার ফেস্টুন ছেড়ার হিড়িক থানায় জিডি দায়ের

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ১৬৫০ বার পড়া হয়েছে

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিও প্রতিযোগিতা: বিস্তারিত ফেইসবুক পেইজে

মোঃ হাবিবুর রহমান সুমন ঃ-

সড়ক দূর্ঘটনা বর্তমানে একটি কমন বিষয়ে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হচ্ছে সড়ক দূর্ঘটনা। সড়ক পথের অনেক দূর্ঘটনাই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। ফলে সন্তান হারায় তার পিতা – মাতা, ভাই – বোন বা আত্মীয়স্বজনদের মধ্য থেকে কাউকে। সংসারের একমা এ উর্পাজনকারী কর্তা ব্যক্তিটি যখন সড়ক দুর্ঘটনায় নিহত হয়  তখন ঐ পরিবারটি হয়ে যায়  অসহায়- নিঃস্ব। সংসারে নেমে আসে অর্থনৈতিক সংকট। পরিবারটি নির্যাতনের শিকার হয় বিভিন্ন ভাবে।

ঢাকা  – সিলেট মহাসড়কের নরসিংদীর জেলার শিবপুর উপজেলার  মুনসেফেরচর (ইটাখোলা)  গোল চত্বর থেকে  প্রায় সাত কিলোমিটার উওরে রয়েছে  আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বর। শিবপুর সংসদীয় আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্রী মরহুম আব্দুল মাঁন্নান ভূইয়ার নামে নির্মাণ করা হয় কলেজ গেইডের এই গোল চত্বরটি।  গোল চত্বর নির্মাণের পূর্বে উপজেলার ছোট বড় সবার কাছে শিবপুর কলেজ গেইড নামেই এই জায়গাটি পরিচিত ছিল। গোল চত্বরের দক্ষিণ পাশে রয়েছে কাঁচামালের হাট বাজার, প্রাইম জেনারেল হাসপাতাল, পপুলার হাসপাতাল,ডায়বেটিস হাসপাতাল।

অল্প একটু পশ্চিমে রয়েছে  ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহা নায়ক শহীদ আসাদুজ্জামান  আসাদের নামে প্রতিষ্ঠিত শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ,  শহীদ আসাদ কলের্জিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ এবং উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স। পূর্ব পাশে রয়েছে শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস আদালত। চত্বরের দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে কলেজ গেইডের মসজিদ।  আব্দুল মাৃন্নান ভূঁইয়া চত্বরের উওর পশ্চিম পাশেই রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা প্রাবলিক লাইব্রেরী ( বর্তমানে বন্ধ) , বন বিভাগ, উপজেলা কেন্দ্রীয় মসজিদ।

এই গোল চত্বর হয়ে ঢাকা – মনোহরদী রোডে  প্রতিদিন রয়েল ও মনোহরদী পরিবহন , বিআরটিসি বাস ছাড়াও  চলাচল করে শত শত বাস,  ট্রাক সহ বিভিন্ন যানবাহন । হাজার হাজার মানুষ গোল চত্তর দিয়ে পারাপার হলেও এখানে নেই কোন ওভারব্রিজ। ফলে প্রায় সময়ই ঘটে দূর্ঘটনা।আর দূর্ঘটনায় কেড়ে নেয় তাজা প্রাণ । তাই স্কুল – কলেজ পড়ুয়া ছাএ – ছাএী ও  সাধারণ মানুষের জীবনের কথা  চিন্তা করে অনতিবিলম্বে  রাস্তা পারাপারের জন্য আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে  নির্মাণ করা হোক একটি ওভারব্রিজ।

জনপ্রিয় সংবাদ

জেলা বিএনপিতে পাপলুর স্থগিত, দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

আপডেট সময় ১০:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

মোঃ হাবিবুর রহমান সুমন ঃ-

সড়ক দূর্ঘটনা বর্তমানে একটি কমন বিষয়ে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হচ্ছে সড়ক দূর্ঘটনা। সড়ক পথের অনেক দূর্ঘটনাই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। ফলে সন্তান হারায় তার পিতা – মাতা, ভাই – বোন বা আত্মীয়স্বজনদের মধ্য থেকে কাউকে। সংসারের একমা এ উর্পাজনকারী কর্তা ব্যক্তিটি যখন সড়ক দুর্ঘটনায় নিহত হয়  তখন ঐ পরিবারটি হয়ে যায়  অসহায়- নিঃস্ব। সংসারে নেমে আসে অর্থনৈতিক সংকট। পরিবারটি নির্যাতনের শিকার হয় বিভিন্ন ভাবে।

ঢাকা  – সিলেট মহাসড়কের নরসিংদীর জেলার শিবপুর উপজেলার  মুনসেফেরচর (ইটাখোলা)  গোল চত্বর থেকে  প্রায় সাত কিলোমিটার উওরে রয়েছে  আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বর। শিবপুর সংসদীয় আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্রী মরহুম আব্দুল মাঁন্নান ভূইয়ার নামে নির্মাণ করা হয় কলেজ গেইডের এই গোল চত্বরটি।  গোল চত্বর নির্মাণের পূর্বে উপজেলার ছোট বড় সবার কাছে শিবপুর কলেজ গেইড নামেই এই জায়গাটি পরিচিত ছিল। গোল চত্বরের দক্ষিণ পাশে রয়েছে কাঁচামালের হাট বাজার, প্রাইম জেনারেল হাসপাতাল, পপুলার হাসপাতাল,ডায়বেটিস হাসপাতাল।

অল্প একটু পশ্চিমে রয়েছে  ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহা নায়ক শহীদ আসাদুজ্জামান  আসাদের নামে প্রতিষ্ঠিত শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ,  শহীদ আসাদ কলের্জিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ এবং উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স। পূর্ব পাশে রয়েছে শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস আদালত। চত্বরের দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে কলেজ গেইডের মসজিদ।  আব্দুল মাৃন্নান ভূঁইয়া চত্বরের উওর পশ্চিম পাশেই রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা প্রাবলিক লাইব্রেরী ( বর্তমানে বন্ধ) , বন বিভাগ, উপজেলা কেন্দ্রীয় মসজিদ।

এই গোল চত্বর হয়ে ঢাকা – মনোহরদী রোডে  প্রতিদিন রয়েল ও মনোহরদী পরিবহন , বিআরটিসি বাস ছাড়াও  চলাচল করে শত শত বাস,  ট্রাক সহ বিভিন্ন যানবাহন । হাজার হাজার মানুষ গোল চত্তর দিয়ে পারাপার হলেও এখানে নেই কোন ওভারব্রিজ। ফলে প্রায় সময়ই ঘটে দূর্ঘটনা।আর দূর্ঘটনায় কেড়ে নেয় তাজা প্রাণ । তাই স্কুল – কলেজ পড়ুয়া ছাএ – ছাএী ও  সাধারণ মানুষের জীবনের কথা  চিন্তা করে অনতিবিলম্বে  রাস্তা পারাপারের জন্য আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে  নির্মাণ করা হোক একটি ওভারব্রিজ।