বাংলাদেশ ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
নলছিটির ইউনিয়ন বিএনপির সভাপতির চাঁদাবাজী।। মহাসচিবের কাছে অভিযোগ। পা দিয়ে লিখে আলিম পাশ করলো রাসেল নাইক্ষ‍্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইন: ফাজিল ডিগ্রী মাদ্রাসা আলিম পরীক্ষায় এবারও শীর্ষস্থানে নলছিটি সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ ভান্ডারিয়ায় শিল্পপতি সৈয়দ সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলা: বিচারের দাবিতে মানববন্ধন ভান্ডারিয়ায় পূজা উদ্যাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা ভান্ডারিয়ায় সিরাত সন্ধ্যায় প্রাণের ছোঁয়া ভান্ডারিয়ায় “মুক্তকন্ঠ” শিল্পী ও সাংস্কৃতিক জোটের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে মানুষের কাঁধে চেপে বসা জালিম শাসকের পতন হয়েছে – মাহমুদুর রহমান ২৬ লাখ টাকার ঘড়ি ৪ মাসেই নষ্ট ঠাকুরগাঁওয়ের শ্রী শ্রী রসিক রায় জিও মন্দির প্রাঙ্গন ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি ১৪ মাসেই কোরআনের হাফেজ বালক গৌরনদীতে সাংবাদিক সোহেবের চেক ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা মুন্সিগঞ্জ জেলা ক্রিড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। শরীয়তপুরের জাজিরায় ডিজিএম এর একঘেয়েমীর কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক পল্লীবিদ্যুৎতের লাইনম্যানের।

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ১৭৩২ বার পড়া হয়েছে

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

মোঃ হাবিবুর রহমান সুমন ঃ-

সড়ক দূর্ঘটনা বর্তমানে একটি কমন বিষয়ে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হচ্ছে সড়ক দূর্ঘটনা। সড়ক পথের অনেক দূর্ঘটনাই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। ফলে সন্তান হারায় তার পিতা – মাতা, ভাই – বোন বা আত্মীয়স্বজনদের মধ্য থেকে কাউকে। সংসারের একমা এ উর্পাজনকারী কর্তা ব্যক্তিটি যখন সড়ক দুর্ঘটনায় নিহত হয়  তখন ঐ পরিবারটি হয়ে যায়  অসহায়- নিঃস্ব। সংসারে নেমে আসে অর্থনৈতিক সংকট। পরিবারটি নির্যাতনের শিকার হয় বিভিন্ন ভাবে।

ঢাকা  – সিলেট মহাসড়কের নরসিংদীর জেলার শিবপুর উপজেলার  মুনসেফেরচর (ইটাখোলা)  গোল চত্বর থেকে  প্রায় সাত কিলোমিটার উওরে রয়েছে  আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বর। শিবপুর সংসদীয় আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্রী মরহুম আব্দুল মাঁন্নান ভূইয়ার নামে নির্মাণ করা হয় কলেজ গেইডের এই গোল চত্বরটি।  গোল চত্বর নির্মাণের পূর্বে উপজেলার ছোট বড় সবার কাছে শিবপুর কলেজ গেইড নামেই এই জায়গাটি পরিচিত ছিল। গোল চত্বরের দক্ষিণ পাশে রয়েছে কাঁচামালের হাট বাজার, প্রাইম জেনারেল হাসপাতাল, পপুলার হাসপাতাল,ডায়বেটিস হাসপাতাল।

অল্প একটু পশ্চিমে রয়েছে  ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহা নায়ক শহীদ আসাদুজ্জামান  আসাদের নামে প্রতিষ্ঠিত শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ,  শহীদ আসাদ কলের্জিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ এবং উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স। পূর্ব পাশে রয়েছে শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস আদালত। চত্বরের দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে কলেজ গেইডের মসজিদ।  আব্দুল মাৃন্নান ভূঁইয়া চত্বরের উওর পশ্চিম পাশেই রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা প্রাবলিক লাইব্রেরী ( বর্তমানে বন্ধ) , বন বিভাগ, উপজেলা কেন্দ্রীয় মসজিদ।

এই গোল চত্বর হয়ে ঢাকা – মনোহরদী রোডে  প্রতিদিন রয়েল ও মনোহরদী পরিবহন , বিআরটিসি বাস ছাড়াও  চলাচল করে শত শত বাস,  ট্রাক সহ বিভিন্ন যানবাহন । হাজার হাজার মানুষ গোল চত্তর দিয়ে পারাপার হলেও এখানে নেই কোন ওভারব্রিজ। ফলে প্রায় সময়ই ঘটে দূর্ঘটনা।আর দূর্ঘটনায় কেড়ে নেয় তাজা প্রাণ । তাই স্কুল – কলেজ পড়ুয়া ছাএ – ছাএী ও  সাধারণ মানুষের জীবনের কথা  চিন্তা করে অনতিবিলম্বে  রাস্তা পারাপারের জন্য আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে  নির্মাণ করা হোক একটি ওভারব্রিজ।

নলছিটির ইউনিয়ন বিএনপির সভাপতির চাঁদাবাজী।। মহাসচিবের কাছে অভিযোগ।

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

আপডেট সময় ১০:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

মোঃ হাবিবুর রহমান সুমন ঃ-

সড়ক দূর্ঘটনা বর্তমানে একটি কমন বিষয়ে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হচ্ছে সড়ক দূর্ঘটনা। সড়ক পথের অনেক দূর্ঘটনাই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। ফলে সন্তান হারায় তার পিতা – মাতা, ভাই – বোন বা আত্মীয়স্বজনদের মধ্য থেকে কাউকে। সংসারের একমা এ উর্পাজনকারী কর্তা ব্যক্তিটি যখন সড়ক দুর্ঘটনায় নিহত হয়  তখন ঐ পরিবারটি হয়ে যায়  অসহায়- নিঃস্ব। সংসারে নেমে আসে অর্থনৈতিক সংকট। পরিবারটি নির্যাতনের শিকার হয় বিভিন্ন ভাবে।

ঢাকা  – সিলেট মহাসড়কের নরসিংদীর জেলার শিবপুর উপজেলার  মুনসেফেরচর (ইটাখোলা)  গোল চত্বর থেকে  প্রায় সাত কিলোমিটার উওরে রয়েছে  আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বর। শিবপুর সংসদীয় আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্রী মরহুম আব্দুল মাঁন্নান ভূইয়ার নামে নির্মাণ করা হয় কলেজ গেইডের এই গোল চত্বরটি।  গোল চত্বর নির্মাণের পূর্বে উপজেলার ছোট বড় সবার কাছে শিবপুর কলেজ গেইড নামেই এই জায়গাটি পরিচিত ছিল। গোল চত্বরের দক্ষিণ পাশে রয়েছে কাঁচামালের হাট বাজার, প্রাইম জেনারেল হাসপাতাল, পপুলার হাসপাতাল,ডায়বেটিস হাসপাতাল।

অল্প একটু পশ্চিমে রয়েছে  ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহা নায়ক শহীদ আসাদুজ্জামান  আসাদের নামে প্রতিষ্ঠিত শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ,  শহীদ আসাদ কলের্জিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ এবং উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স। পূর্ব পাশে রয়েছে শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস আদালত। চত্বরের দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে কলেজ গেইডের মসজিদ।  আব্দুল মাৃন্নান ভূঁইয়া চত্বরের উওর পশ্চিম পাশেই রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা প্রাবলিক লাইব্রেরী ( বর্তমানে বন্ধ) , বন বিভাগ, উপজেলা কেন্দ্রীয় মসজিদ।

এই গোল চত্বর হয়ে ঢাকা – মনোহরদী রোডে  প্রতিদিন রয়েল ও মনোহরদী পরিবহন , বিআরটিসি বাস ছাড়াও  চলাচল করে শত শত বাস,  ট্রাক সহ বিভিন্ন যানবাহন । হাজার হাজার মানুষ গোল চত্তর দিয়ে পারাপার হলেও এখানে নেই কোন ওভারব্রিজ। ফলে প্রায় সময়ই ঘটে দূর্ঘটনা।আর দূর্ঘটনায় কেড়ে নেয় তাজা প্রাণ । তাই স্কুল – কলেজ পড়ুয়া ছাএ – ছাএী ও  সাধারণ মানুষের জীবনের কথা  চিন্তা করে অনতিবিলম্বে  রাস্তা পারাপারের জন্য আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে  নির্মাণ করা হোক একটি ওভারব্রিজ।