বাংলাদেশ ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
শনিবারের ছুটি ও আমাদের অবস্থান মির্জাগঞ্জে বিনাদোষে দুই নারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান হলেন যে নারী। নবীনগরে সড়ক ও খালের জায়গা দখলের চলছে মহোৎসব! চট্টগ্রামে সহ সারা দেশে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘সিইউজে’ সিংগাইরে সাংবাদিকের চাঁদাবাজি,দুই জন আটক দিনাজপুরে সজনের ডাটার বাম্পার ফলন সাংবাদিক হামলার মামলায় সুদেব মাষ্টার জেল হাজতে প্রেরণ চট্টগ্রাম টেকপাড়া ও এয়াকুব নগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ পিরোজপুরের চরখালী ফেরীতে মেট্রোপলিটন পরিবহনের ধাক্কায় ফেরী থেকে একাধিক মোটরসাইকেল নদীতে কটিয়াদীতে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সাত গ্রামের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এড. রেজাউল করিম বালিয়াডাঙ্গীতে খাপড়া ওয়ার্ড দিবসে শহীদদের স্মরণে সিপিবির লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। স্কুলের জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন  ঢাকা থেকে ইয়াবা ব্যবসা করতে এসে পীরগঞ্জে আটক

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ১৭০১ বার পড়া হয়েছে

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

মোঃ হাবিবুর রহমান সুমন ঃ-

সড়ক দূর্ঘটনা বর্তমানে একটি কমন বিষয়ে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হচ্ছে সড়ক দূর্ঘটনা। সড়ক পথের অনেক দূর্ঘটনাই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। ফলে সন্তান হারায় তার পিতা – মাতা, ভাই – বোন বা আত্মীয়স্বজনদের মধ্য থেকে কাউকে। সংসারের একমা এ উর্পাজনকারী কর্তা ব্যক্তিটি যখন সড়ক দুর্ঘটনায় নিহত হয়  তখন ঐ পরিবারটি হয়ে যায়  অসহায়- নিঃস্ব। সংসারে নেমে আসে অর্থনৈতিক সংকট। পরিবারটি নির্যাতনের শিকার হয় বিভিন্ন ভাবে।

ঢাকা  – সিলেট মহাসড়কের নরসিংদীর জেলার শিবপুর উপজেলার  মুনসেফেরচর (ইটাখোলা)  গোল চত্বর থেকে  প্রায় সাত কিলোমিটার উওরে রয়েছে  আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বর। শিবপুর সংসদীয় আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্রী মরহুম আব্দুল মাঁন্নান ভূইয়ার নামে নির্মাণ করা হয় কলেজ গেইডের এই গোল চত্বরটি।  গোল চত্বর নির্মাণের পূর্বে উপজেলার ছোট বড় সবার কাছে শিবপুর কলেজ গেইড নামেই এই জায়গাটি পরিচিত ছিল। গোল চত্বরের দক্ষিণ পাশে রয়েছে কাঁচামালের হাট বাজার, প্রাইম জেনারেল হাসপাতাল, পপুলার হাসপাতাল,ডায়বেটিস হাসপাতাল।

অল্প একটু পশ্চিমে রয়েছে  ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহা নায়ক শহীদ আসাদুজ্জামান  আসাদের নামে প্রতিষ্ঠিত শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ,  শহীদ আসাদ কলের্জিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ এবং উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স। পূর্ব পাশে রয়েছে শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস আদালত। চত্বরের দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে কলেজ গেইডের মসজিদ।  আব্দুল মাৃন্নান ভূঁইয়া চত্বরের উওর পশ্চিম পাশেই রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা প্রাবলিক লাইব্রেরী ( বর্তমানে বন্ধ) , বন বিভাগ, উপজেলা কেন্দ্রীয় মসজিদ।

এই গোল চত্বর হয়ে ঢাকা – মনোহরদী রোডে  প্রতিদিন রয়েল ও মনোহরদী পরিবহন , বিআরটিসি বাস ছাড়াও  চলাচল করে শত শত বাস,  ট্রাক সহ বিভিন্ন যানবাহন । হাজার হাজার মানুষ গোল চত্তর দিয়ে পারাপার হলেও এখানে নেই কোন ওভারব্রিজ। ফলে প্রায় সময়ই ঘটে দূর্ঘটনা।আর দূর্ঘটনায় কেড়ে নেয় তাজা প্রাণ । তাই স্কুল – কলেজ পড়ুয়া ছাএ – ছাএী ও  সাধারণ মানুষের জীবনের কথা  চিন্তা করে অনতিবিলম্বে  রাস্তা পারাপারের জন্য আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে  নির্মাণ করা হোক একটি ওভারব্রিজ।

জনপ্রিয় সংবাদ

শনিবারের ছুটি ও আমাদের অবস্থান

দূর্ঘটনা রোধে শিবপুরের আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে চাই ওভারব্রিজ 

আপডেট সময় ১০:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

মোঃ হাবিবুর রহমান সুমন ঃ-

সড়ক দূর্ঘটনা বর্তমানে একটি কমন বিষয়ে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হচ্ছে সড়ক দূর্ঘটনা। সড়ক পথের অনেক দূর্ঘটনাই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। ফলে সন্তান হারায় তার পিতা – মাতা, ভাই – বোন বা আত্মীয়স্বজনদের মধ্য থেকে কাউকে। সংসারের একমা এ উর্পাজনকারী কর্তা ব্যক্তিটি যখন সড়ক দুর্ঘটনায় নিহত হয়  তখন ঐ পরিবারটি হয়ে যায়  অসহায়- নিঃস্ব। সংসারে নেমে আসে অর্থনৈতিক সংকট। পরিবারটি নির্যাতনের শিকার হয় বিভিন্ন ভাবে।

ঢাকা  – সিলেট মহাসড়কের নরসিংদীর জেলার শিবপুর উপজেলার  মুনসেফেরচর (ইটাখোলা)  গোল চত্বর থেকে  প্রায় সাত কিলোমিটার উওরে রয়েছে  আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বর। শিবপুর সংসদীয় আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্রী মরহুম আব্দুল মাঁন্নান ভূইয়ার নামে নির্মাণ করা হয় কলেজ গেইডের এই গোল চত্বরটি।  গোল চত্বর নির্মাণের পূর্বে উপজেলার ছোট বড় সবার কাছে শিবপুর কলেজ গেইড নামেই এই জায়গাটি পরিচিত ছিল। গোল চত্বরের দক্ষিণ পাশে রয়েছে কাঁচামালের হাট বাজার, প্রাইম জেনারেল হাসপাতাল, পপুলার হাসপাতাল,ডায়বেটিস হাসপাতাল।

অল্প একটু পশ্চিমে রয়েছে  ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহা নায়ক শহীদ আসাদুজ্জামান  আসাদের নামে প্রতিষ্ঠিত শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ,  শহীদ আসাদ কলের্জিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ এবং উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স। পূর্ব পাশে রয়েছে শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস আদালত। চত্বরের দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে কলেজ গেইডের মসজিদ।  আব্দুল মাৃন্নান ভূঁইয়া চত্বরের উওর পশ্চিম পাশেই রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা প্রাবলিক লাইব্রেরী ( বর্তমানে বন্ধ) , বন বিভাগ, উপজেলা কেন্দ্রীয় মসজিদ।

এই গোল চত্বর হয়ে ঢাকা – মনোহরদী রোডে  প্রতিদিন রয়েল ও মনোহরদী পরিবহন , বিআরটিসি বাস ছাড়াও  চলাচল করে শত শত বাস,  ট্রাক সহ বিভিন্ন যানবাহন । হাজার হাজার মানুষ গোল চত্তর দিয়ে পারাপার হলেও এখানে নেই কোন ওভারব্রিজ। ফলে প্রায় সময়ই ঘটে দূর্ঘটনা।আর দূর্ঘটনায় কেড়ে নেয় তাজা প্রাণ । তাই স্কুল – কলেজ পড়ুয়া ছাএ – ছাএী ও  সাধারণ মানুষের জীবনের কথা  চিন্তা করে অনতিবিলম্বে  রাস্তা পারাপারের জন্য আব্দুল মাঁন্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে  নির্মাণ করা হোক একটি ওভারব্রিজ।