জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) ৫ম ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২২ (ছাত্র-ছাত্রী) এর উদ্ভোধন করা হয়েছে।
(মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার সময় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ক্রীড়া উপ-কমিটি (ইনডোর গেমস) এর আহবায়ক অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আাহমদ। এসময় কলা অনুষদের ডিন, পরিচালক (ছাত্র-কল্যাণ), শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও শারীরিক শিক্ষাকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।