মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
চাঁদপুর জেলা- প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় সংগঠনের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান শাহীন বলেন, ১৯৬৬ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালী জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালী শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালী জাতি। পরবর্তী সময়ে ঐতিহাসিক ৬ দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালীর স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এস.এম টেলু পাটওয়ারী, উপজেলা যুবলীগ সদস্য রাছেল মিয়াজি, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী, পৌর যুবলীগ নেতা নাছির উদ্দীন, হৃদয় কাজি, রানা, হৃদয় মিজি, উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন রনি প্রমুখ।