আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুর ঃ
মাদারীপুরের কালকিনিতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরীব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়। শনিবার (৪ঠা জুন) দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের নিজ বাড়ি পৌর এলাকার কাশিমপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান তোতার সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ সোহরাফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আইনজীবি মিজানুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব নাসিরউদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা দুলাল, বিএম নাসির উদ্দিন, সালাহউদ্দিন, যুবদল নেতা আছগর আলী, ছাত্রদল নেতা খন্দকার মুবিন ও মোঃ রকিব প্রমুখ।