ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,, যোগাযোগ: মোবাইল : 01712-446306, 01999-953970
ব্রেকিং নিউজ ::
নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ পুঠিয়া উপজেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৫৯৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার বাল্যবিবাহের প্রস্তুতির সময় একজন ভুয়া কাজীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ বুড়িচংয়ে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার পেল ৯৯ টি পরিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী নিহত,গুরুত্বর আহত ১ পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার তদারকি বিদ্যালয়ের সংস্কৃতি অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রতিবাদ করায় আহত শিক্ষার্থী নাটোরের নলডাঙ্গায় ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জে জে.পি.এল’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সন্মাননা পেলেন দেব বিশ্বাস পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে আজ নেত্রকোণার ৯ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা নারায়ণগঞ্জের শীতলেখা নদীতে অজ্ঞাত নারীর লাশ ধানক্ষেত দেখতে গিয়ে নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নীলফামারীতে এমপি রানার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় জাতীয়পার্টির মানববন্ধন

রুমায় একই পরিবারের পিতার সহ ৫ জনকে কুপিয়ে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১৬৯৪ বার পড়া হয়েছে

রুমায় একই পরিবারের পিতার সহ ৫ জনকে কুপিয়ে হত্যা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিও প্রতিযোগিতা: বিস্তারিত ফেইসবুক পেইজে

উশৈসিং মার্মা রুমা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় ৪নং গ্যালেংগ্যা ইউনিয়‌নের দুর্গম আবু পাড়ায় ২০টি পরিবার নিয়ে ম্রো জনগোষ্ঠীর বসবাস করছেন। এতে ঘটনাটি মন্ত্র বানে ১৫ জনকে মেরে ফেলার অভিযোগ তুলে পাড়াপ্রধান ও তার পরিবারের ছে‌লে‌সহ পাঁচজনকে কু‌পি‌য়ে হত্যা করেছে পাড়াবাসীরা।
গত বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারী ) রাত সাড়ে নয়টার দিকে রুমার গ‌্যা‌লেংগার ইউনিয়নের ৭নম্বর ওয়া‌র্ডে আবু পাড়ায় কারবারি ঘড়ে এ ঘটনা ঘ‌টে। ঘটনার পূর্বের ইসু নিয়ে পাড়ার প্রতিপক্ষকে কেন্দ্র করে পাড়াবাসী সকলে তাদেরকে মেরে ফেলা পর পাঁচটি লাশ পাড়ার পার্শ্ববতী একটি ঝরনার খাদে ফেলে দেয়।
নিহতরা হলেন, আবু পাড়াপ্রধান কারবারী ল‌্যকরুই ম্রো (৬০) ও তার বড় ছে‌লে রুমতুই ম্রো (৪৫), লেনঙি ম্রো (৪২), ‌মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।
নিহত পরিবারের লোকজন জানায় পাড়া প্রধান লকরুই ম্রোসহ চার ছেলেকে তাঁর বাড়িতে কুপিয়ে হত্যা করেছে। শেষ ছেলে মেনঙি ম্রো কে তাঁর বাড়িতে ওঠে কুপিয়ে মারা হয়। এহত্যার ঘটনায় পাড়ার প্রতিপক্ষ ১৫ জনের মত অংশ নিলেও নিহত স্ত্রী -সন্তানেরা পাঁচজনের নাম বলেছেন।
এরা হলেন, রুইতুই ম্রো (৬৩), পালে ম্রো, কাইনপ্রে ম্রো, থংওয়ে ম্রো ও ত্লাসাই ম্রো। এসময় বয়স্ক রুইতুই ম্রো বলেন, নিহত কারবারি হচ্ছে পাড়ার বিপক্ষে কাজ করে,তার বাবা কারবারি তংলাইং ম্রো আমলে পাড়া প্রতিবেশী পরিবেশে খুবই ভালো। কিন্তু বর্তমান কারবারি দ্বারা পাড়ারবাসী বিচ্ছিন্নতা ও পাঁচ ছেলে ও পাড়াবাসীকে অত্যাচার করে থাকে।
জানা গেছে, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারীর সাথে স্থানীয়দের বিচার ডাকে ও তাবিজ কবজ নিয়ে পাড়াবাসীর সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াকারবারীর বাসায় গেলে বাক বিতন্ডার এক পর্যায়ে মারপিট বেধে গেলে কারবারীসহ একই পরিবারের ৫ জন নিহত হয়।
এসময় ঘটনাস্থলেই পাড়া কারবারী (পাড়া প্রধান) ও তার বড় ছে‌লেসহ পাঁচজন মারা যায়। এঘটনায় পরিপ্রেক্ষিতে তার পরিবারের চার নাম্বার ছেলে মেনলক ম্রো গুরুতর আহত হয়ে পালিয়ে গেছে। পলাতক মেনলক ম্রো তাকে পাড়ার হত্যাকারিরা থানা পুলিশের কাছে বিচার না করার জন্য হুমকি দিয়েছে। তবে ঐসমেয় হুমকি না মেনে আত্মীয় স্বজনরা থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। এপর অভিযুক্ত ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে পুলিশ ও গনমাধ্যম কর্মী সহ।
এবিষয়ে বান্দরবান রুমার গ‌্যা‌লেংগা ইউ‌পি চেয়ারম্যান মেনরত ম্রো ব‌লেন, পাড়াবাসীরা পাড়ার কারবারী ও তার চার ছেলেকে কু‌পিয়েছে। এতে পাড়া প্রধান ও তার বড় ছে‌লেসহ পাঁচজন মারা গেছে ও এক ছে‌লেসহ দুইজন আহত হয়েছে বলে জানতে পে‌রে‌ছে। এদিকে অভিযুক্ত রুইতুই ম্রো হত্যার ঘটনা শরীরে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন।
তিনি গণমাধ্যম কে বলেন পাড়াপ্রধান মন্ত্রের জাদুর বান দিয়ে পাড়াবাসীকে অনেক কষ্ট দিয়ে মেরেছে। এবং কয়েকজন মহিলা তার মন্ত্র বানে মানসিক সমস্যা হয়। এটা অনেক দিন ধরে চলছে। এখন তাঁর (রুইতুই ম্রো) ছেলে রেংচং ম্রো (১৮) গত তিন বছর ধরে অসুস্থ। তাই তিনি নিজ হাতে মেরেছেন এবং পাড়ার সকলে একত্রিত হয়ে মেরে ফেলা হয়েছে বলে পাড়ারবাসী জানান। এই ঘটনা প্রতিপক্ষকে রুমা থানা ওসি মোহাম্মদ আবুল কাশেম বলেন, ঘটনা টি বর্তমান প্রক্রিয়াধীন অবস্থা বলে জানা যায়।
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

রুমায় একই পরিবারের পিতার সহ ৫ জনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
উশৈসিং মার্মা রুমা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় ৪নং গ্যালেংগ্যা ইউনিয়‌নের দুর্গম আবু পাড়ায় ২০টি পরিবার নিয়ে ম্রো জনগোষ্ঠীর বসবাস করছেন। এতে ঘটনাটি মন্ত্র বানে ১৫ জনকে মেরে ফেলার অভিযোগ তুলে পাড়াপ্রধান ও তার পরিবারের ছে‌লে‌সহ পাঁচজনকে কু‌পি‌য়ে হত্যা করেছে পাড়াবাসীরা।
গত বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারী ) রাত সাড়ে নয়টার দিকে রুমার গ‌্যা‌লেংগার ইউনিয়নের ৭নম্বর ওয়া‌র্ডে আবু পাড়ায় কারবারি ঘড়ে এ ঘটনা ঘ‌টে। ঘটনার পূর্বের ইসু নিয়ে পাড়ার প্রতিপক্ষকে কেন্দ্র করে পাড়াবাসী সকলে তাদেরকে মেরে ফেলা পর পাঁচটি লাশ পাড়ার পার্শ্ববতী একটি ঝরনার খাদে ফেলে দেয়।
নিহতরা হলেন, আবু পাড়াপ্রধান কারবারী ল‌্যকরুই ম্রো (৬০) ও তার বড় ছে‌লে রুমতুই ম্রো (৪৫), লেনঙি ম্রো (৪২), ‌মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।
নিহত পরিবারের লোকজন জানায় পাড়া প্রধান লকরুই ম্রোসহ চার ছেলেকে তাঁর বাড়িতে কুপিয়ে হত্যা করেছে। শেষ ছেলে মেনঙি ম্রো কে তাঁর বাড়িতে ওঠে কুপিয়ে মারা হয়। এহত্যার ঘটনায় পাড়ার প্রতিপক্ষ ১৫ জনের মত অংশ নিলেও নিহত স্ত্রী -সন্তানেরা পাঁচজনের নাম বলেছেন।
এরা হলেন, রুইতুই ম্রো (৬৩), পালে ম্রো, কাইনপ্রে ম্রো, থংওয়ে ম্রো ও ত্লাসাই ম্রো। এসময় বয়স্ক রুইতুই ম্রো বলেন, নিহত কারবারি হচ্ছে পাড়ার বিপক্ষে কাজ করে,তার বাবা কারবারি তংলাইং ম্রো আমলে পাড়া প্রতিবেশী পরিবেশে খুবই ভালো। কিন্তু বর্তমান কারবারি দ্বারা পাড়ারবাসী বিচ্ছিন্নতা ও পাঁচ ছেলে ও পাড়াবাসীকে অত্যাচার করে থাকে।
জানা গেছে, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারীর সাথে স্থানীয়দের বিচার ডাকে ও তাবিজ কবজ নিয়ে পাড়াবাসীর সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াকারবারীর বাসায় গেলে বাক বিতন্ডার এক পর্যায়ে মারপিট বেধে গেলে কারবারীসহ একই পরিবারের ৫ জন নিহত হয়।
এসময় ঘটনাস্থলেই পাড়া কারবারী (পাড়া প্রধান) ও তার বড় ছে‌লেসহ পাঁচজন মারা যায়। এঘটনায় পরিপ্রেক্ষিতে তার পরিবারের চার নাম্বার ছেলে মেনলক ম্রো গুরুতর আহত হয়ে পালিয়ে গেছে। পলাতক মেনলক ম্রো তাকে পাড়ার হত্যাকারিরা থানা পুলিশের কাছে বিচার না করার জন্য হুমকি দিয়েছে। তবে ঐসমেয় হুমকি না মেনে আত্মীয় স্বজনরা থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। এপর অভিযুক্ত ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে পুলিশ ও গনমাধ্যম কর্মী সহ।
এবিষয়ে বান্দরবান রুমার গ‌্যা‌লেংগা ইউ‌পি চেয়ারম্যান মেনরত ম্রো ব‌লেন, পাড়াবাসীরা পাড়ার কারবারী ও তার চার ছেলেকে কু‌পিয়েছে। এতে পাড়া প্রধান ও তার বড় ছে‌লেসহ পাঁচজন মারা গেছে ও এক ছে‌লেসহ দুইজন আহত হয়েছে বলে জানতে পে‌রে‌ছে। এদিকে অভিযুক্ত রুইতুই ম্রো হত্যার ঘটনা শরীরে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন।
তিনি গণমাধ্যম কে বলেন পাড়াপ্রধান মন্ত্রের জাদুর বান দিয়ে পাড়াবাসীকে অনেক কষ্ট দিয়ে মেরেছে। এবং কয়েকজন মহিলা তার মন্ত্র বানে মানসিক সমস্যা হয়। এটা অনেক দিন ধরে চলছে। এখন তাঁর (রুইতুই ম্রো) ছেলে রেংচং ম্রো (১৮) গত তিন বছর ধরে অসুস্থ। তাই তিনি নিজ হাতে মেরেছেন এবং পাড়ার সকলে একত্রিত হয়ে মেরে ফেলা হয়েছে বলে পাড়ারবাসী জানান। এই ঘটনা প্রতিপক্ষকে রুমা থানা ওসি মোহাম্মদ আবুল কাশেম বলেন, ঘটনা টি বর্তমান প্রক্রিয়াধীন অবস্থা বলে জানা যায়।