মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবদুল বারীর জন্মদিন উপলক্ষে গত ৩১ মে মঙ্গলবার সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও কেককেটে জন্মদিন উদযাপন করা হয়। এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা সারয়ার খান ও সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংঘঠনের নেত্রী বৃন্দ কেককেটে জন্ম দিনটি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ দুলাল সরকার, আলমগীর হোসেন আলম, সাহেবাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুল আলিম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফুরকান আহাম্মদ সবুজ, সাহেবাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম আমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু কাওসার দিপুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য বৃন্দ।