প্রেস বিজ্ঞপ্তি
সাংবাদিক দুলালের ভাইয়ের শয্যাপাশে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, দৈনিক যুগভেরীর নিজস্ব প্রতিবেদক শাহাদ উদ্দিন দুলালের বড়ভাই গুরুতর অসুস্থ প্রবাসী লিয়াকত আলীকে দেখতে যান দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (২১ মে) বিকেলে দক্ষিণ সুরমার কুচাইস্থ পাশ্চিমভাগ আবাসিক এলাকায় সাংবাদিক দুলালের নিজ বাড়িতে জটিল রোগে আক্রান্ত লিয়াকত আলীকে দেখতে গিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খবর নেন এবং সুস্থতার জন্য মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সদস্য মনসুর আলী মাসুম প্রমুখ।