বিপ্লব ইসলাম, লংগদু উপজেলা প্রতিনিধি।
রাংগামাটি জেলার লংগদু উপজেলার বাইট্টা পারা এলাকায় এলাকাবাসীর নির্ধারিত প্রাচীনতম খেলার মাঠ দখল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকাল ১০ টায় লংগদু উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় শাহাদাৎ ফরায়জী সাকিব, সভাপতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি, এতে এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাইট্টা পারা এলাকার অন্তর্গত প্রায় এক হাজার বাড়ি রয়েছে। যেখানে প্রায় ৫০০০ হাজার মানুষের সমাগম ঘটে প্রতিনিয়ত। এখানে শিশু-কিশোরদের খেলাধূলার জন্য একটি মাত্র মাঠ রয়েছে। নির্ধারিত এই খেলার মাঠটি এলাকার তরুণদের উন্নয়ন এর অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রাখে। কিন্তু সম্প্রতিক সময়ে মডেল মসজিদ নির্মান করার লক্ষ্যে মাঠটি বাউন্ডারি করার মাধ্যমে বন্ধ রাখা হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর মডেল মসজিদ এর প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে বলেন, ঘনবসতি পূর্ণ এই এলাকায় মডেল মসজিদও প্রয়োজন কিন্তু প্রস্তাবিত মডেল মসজিদটি মসজিদের যায়গায় হউক কিংবা এলাকার অন্যত্র, মাঠ ধংশ করে মডেল মসজিদ নয়।
সর্দার আহম্মদ আলী মাষ্টার স্কুলের প্রধান শিক্ষক এবি এস মামুন বলেন মাঠ না থাকলে এলাকার আগামীর যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে মাদক রোধে মাঠ থাকা খুবই জরুরি, স্থানীয় গন মাধ্যম কর্মী আরমান খান বলেন মাঠের প্রয়োজনীয়তা অপরিসীম মাঠ বিহীন আগামী প্রজন্ম মাঠ না থাকলে খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে ভুল পথে আগানোর সম্ভাবনা বেশি তাই কোনোভাবেই এই মাঠ দখল হতে দেওয়া যাবে না। এলাকাবাসী সম্মিলিতভাবে এই মাঠ দখলের যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
মানববন্ধন থেকে আরও জানানো হয়,পরে উল্লেখিত দাবির আলোকে মাননীয় প্রধানমন্ত্রী বরারব স্মারকলিপি প্রদান করা হয় এবং এই স্মারকলিপি গ্রহণ করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জনি রায়।