আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি ।।
ভোলায় আইপিএম পদ্ধতিতে চীনাবাদাম উৎপাদন শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। সকালে ফিড দ্যা ফিউচার বাংলাশ ইন্টিগ্রেটেড পোষ্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি এর আয়োজনে ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর। ফিড দ্যা ফিউচার বাংলাশ ইন্টিগ্রেটেড পোষ্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি প্রোগ্রামের সহাকারী প্রোগাম ম্যানেজার মোঃ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, ভোলা সরেজমিন গবেষণা বিভাগ এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান, ফিড দ্যা ফিউচার বাংলাশ ইন্টিগ্রেটেড পোষ্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি এর মনিটরিং অফিসার মোঃ শারাফাত হোসাইন, উপ সহাকারী কৃষি অফিসার মোঃ তালজিলুর রহমান প্রমূখ।
এসময় বক্তরা বলেন, আইপিএম পদ্ধতিতে চীনাবাদাম উৎপাদন করলে যেমন খরচ কম হয় তেমনি এটি লাভও বেশি হয়। তাই সবাইকে আইপিএম পদ্ধতিতে চীনাবাদাম উৎপাদন করার আহ্বান জানান তারা।
এসময় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ও উত্তর দিঘলদী ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন।