বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর পিতাম্বর ( কাঞ্চন পুর) গ্রামে এক শাহ আলম আলী গ্রামের এক ইতালি প্রবাসী ফাওনা টাকা ফেরত চাওয়ায় বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুরের ও লুট পাট করার অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে গতকাল ২৮ মার্চ সোমবার ভোর সাড়ে ৫ টায় বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. মন্তাজ মিয়ার ছেলে মো. শাহআলম আলীর বসতভিটিতে।
খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। প্রবাসী শাহ আলম আলী জানাায় -জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কাঞ্চনপুর গ্রামের মৃত্যু মো. মন্তাজ মিয়ার ছেলে ইতালি প্রবাসী মো. শাহআলম আলী (৩৬) গত অক্টোবর মাসে ছুটি বাংলাদেশে আসে ইতালি থেকে। এ প্রবাসী শাহ আলম আলীর সাথে তারই সহোদর মো. জামাল হোসেন সিঙ্গাপুর প্রবাসী ও তার দ্বিতীয় স্ত্রী রানু বেগম (৩৫) এর সাথে দীর্ঘদিন যাবত পাওনা টাকা ও বসতভিটির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। শাহআলম আলী বিগত দিনে তার ভাই জামালকে ২৬ লাখ টাকা ধার দিয়েছিল। ইদানিং শাহআলম তার স্ত্রী সিফাত সাবরিনার নামে বসত ভিটির জমি দলিল করে দেয়।
এতে তার ভাইয়ের বউ রানু বেগম ক্ষিপ্ত হয়ে উঠে এবং বিরোধ বাধে। এ বিরোধের জের ধরে শাহআলম আলীর পাওনা টাকা প্রদানে জামাল হোসেন ও তার রানু বেগম গড়িমসি করে। শাহআলম আলী তার বাড়ির নিরাপত্তার জন্য ওয়াল নির্মান করতে চাইলে সে ওয়াল করতে দিবে না মর্মে বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শণ করে আসছে। এক পর্যায়ে শাহআলম আলী তার স্ত্রী চিকিৎসার জন্য গত ২৭ মার্চ বিকেলে কুমিল্লা ডাক্তার দেখাতে যায়। সেখানে বিলম্ব হওয়ার তার শ্বশুর বাড়ীতে রাত্রি যাপন করে। কুমিল্লায় অবস্থানে কারণে ঘটনার দিন গতকাল ২৮ মার্চ সোমবার ভোর ৫ টায় রানু বেগম তার সিঙ্গাপুর প্রবাসী স্বামী মো. জামাল হোসেনের হুকুমে ৭/৮ জন দুস্কৃতকারী লোক দিয়ে শাহআলম আলীর পাকা ঘর শাবল দিয়ে বসতভিটির ওয়াল ভেঙ্গে ফেলে এবং ঘরের ওয়ারড্রব থেকে ৫ হাজার ইউরো, আসবাবপত্র ভাংচুর সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধণ করে।।
শাহ আলম আলী অভিযোগ করে বলেন ঘটনার খবর ফোনে পেয়ে বাড়ি গেলে রানু বেগম তাদের উপর চড়াও হয়ে আসে হামলানোর জন্য। এলাকার লোকজন এগিয়ে আসায় তারা রক্ষা পায়। এ ব্যাপারে প্রতিবেশী কর্তৃক খবর পেয়ে ৯৯৯ তে কল প্রদানসহ স্থানীয় চেয়ারম্যান আবদুল করিমকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বুড়িচং থানার এসআই মো. মামুন হোসেন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খোঁজে পান।তিনি জানান পাওনা টাকা ও বসত ভিটি নিয়ে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে বিরোধ। এ বিরোধের জের ধরে জামাল হোসেন এর স্ত্রী লোকজন দিয়ে সোমবার ভোরে শাহ আলম আলী ও তা স্ত্রীর অনুপস্থিতিতে এঘটনা ঘটায়। রাস্তা নিরমানের জন্য পাকা ঘরের ওয়াল ভেঙ্গে ঘরের মাঝ খান ভেঙ্গে ফেলে। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।