রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। সেইসাথে রৌমারী উপজেলার প্রতন্ত্যাঞ্চল দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ির চরে বেসরকারী সংস্থা ফ্রেন্ডশিপের উদ্দোগে ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের ব্যাতিক্রমধর্মী স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
তারা স্কুল মাঠকে বাংলাদেশ হিসাবে কল্পনা করে পুরো মাঠে খন্ড খন্ড ভাবে মুক্তি যুদ্ধের বিভিন্ন ঘটনার যে ভিজুয়ালাইজেশন উপস্থাপন করেছিল তা ছিল সত্যিই অসাধারণ এবং সহজ ভাবে শিশু কিশোর তথা উপস্থিত সকলকে তৎকালীন যুদ্ধের প্রেক্ষাপট জানতে ও বুঝতে সাহায্য করেছে।
শনিবার সকাল ৯ টায় শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ৯টায় বিদ্যালয়ে পতাকা উত্তোলন, সকাল ১০টায় বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও অসারণ ডিপ্লে প্রদর্শণ, দুপুর ১২ টায় বিদ্যালয় কক্ষে রচনা প্রতিযোগীতা, বিতর্ক,কুইজ,কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, যুদ্ধের বিভিন্ন ঘটনার ভিজুয়ালাইজেশন, ও আলোচনা সভা করা হয়।
আলোজনা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ প্রজেক্ট মেনেজার মোঃ গোলাম আজম, প্রকল্প কর্মকর্তা আব্দুর মোন্নাফ ,সুপার ভাইজার রবিউল ইসলাম, রফিকুল ইসলাম , স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (নানজু ) শিক্ষিক মোছাঃ আমিনা খাতুন, সেলিনা খাতুন, স্বপনা খাতুন, ছাইদুর জামান, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।