বাংলাদেশ ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
ছাতকে ১৩ হাজার গ্রাহক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃক হয়রানির স্বীকার  সিলেট সি‌টির প্রশাসকের সা‌থে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন স্বাক্ষাত বি‌নিময় নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ক্ষতির মুখে শত শত ভাড়াটিয়া ব্যবসায়ী রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার ৭জন আসামি গ্রেপ্তার ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন ত্রিশালে অনুমোদনহীন কসমেটিকসকে ভ্রাম্যমান আদালতের জরিমানা নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে আওয়ামীলীগের ৩ নেতা আটক জামালপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত ট্রাফিক সপ্তাহ-২০২৪ পালিত নওগাঁর সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। ব্রাহ্মণপাড়ায় অস্ট্রেলিয়ার হাই কমিশনের বিভিন্ন স্বাস্থ্য সেবা পরিদর্শন পীরগঞ্জে রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা মায়ের স্বপ্ন পূরণে ১২ বছর পর হেলিকপ্টারে বাড়ী আসলেন মাজহারুল। ভোলায় আ.লীগ নেতার অফিস থেকে বোমা তৈরির সরঞ্জাম, বইঠা, ফাইভ ও লাঠি উদ্ধার ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন কুমিল্লায় ছুরিকাঘাতে একজন নিহত

চট্টগ্রামে ১ মাসে ৩৭১১ মামলা, গাড়ি আটক ৪৪৩৬টি, জরিমানা আদায় সোয়া কোটি টাকা বেশি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ১৫৯০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ১ মাসে ৩৭১১ মামলা, গাড়ি আটক ৪৪৩৬টি, জরিমানা আদায় সোয়া কোটি টাকা বেশি

 

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের প্রায় প্রতিটি সড়কে বিশৃঙ্খলা, যত্রতত্র পার্কিং, অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল ও যাত্রী ওঠানামাসহ বিভিন্ন কারণে সৃষ্ট যানজটে অতিষ্ঠ নগরবাসী। যানজটের নিরসন ঘটিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সড়ক আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। গত অক্টোবর মাসে নগরের বিভিন্ন এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৭১১টি মামলা করেছে সিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত ১ কোটি ২৬ লাখ ১০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি আটক করা হয়েছে ৪ হাজার ৪৩৬টি। সিএমপি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে নগরের ট্রাফিক দক্ষিণ বিভাগে। এতে ১ হাজার ৩২৯টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা এবং গাড়ি আটক করা হয়েছে এক হাজার ৭৯৭টি। জরিমানা বেশি হয়েছে ট্রাফিক উত্তর বিভাগে। এতে জরিমানা করা হয়েছে ৪৮ লাখ ৬১ হাজার টাকা।

এছাড়া এক হাজার ২৬৩টি মামলা এবং এক হাজার ৩৪৫টি গাড়ি আটক করা হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগে ৬২৯টি মামলা, ৮৭৫টি গাড়ি আটক এবং ২৭ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে। ট্রাফিক বন্দর বিভাগে ৪৯০টি মামলা, ৪১৯টি গাড়ি আটক এবং ১৫ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায়, নগরের সড়কগুলোতে অসংখ্য অবৈধ গাড়ি চলাচল করে। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো, শৃঙ্খলা ভঙ্গ করার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ফিটনেস না থাকা এবং রুট পারমিট না থাকাসহ সড়ক পরিবহন আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সেই অনুযায়ী আর্থিক জরিমানা ও গাড়ি আটক করা হয়। তবে অভিযান অব্যাহত থাকার পরও নগরে যানজট কমছে না বলে জানান সংশ্লিষ্টরা।

কয়েকজন ভুক্তভোগী জানান, রুট পারমিট ছাড়া নগরে গাড়ি প্রবেশ করলে বা লাইসেন্স না থাকলে ৭৫০ টাকা জরিমানা দিতে হয়। এর জন্য পুলিশ একটি লিখিত রশিদ দেয়। কিন্তু এর বাইরে আরো ২০৭৫ টাকা ক্ষেত্র বিশেষে জরিমানা নেয়, কিন্তু সেটার জন্য কোনো রশিদ দেয় না। যানজটে অতিষ্ঠ নগরবাসী : সোমবার নগরীর কোতোয়ালি থেকে কালুরঘাট কমর্স্থল ছেড়ে যাচ্ছিলেন মোহাম্মদ খোরশেদ ১নং লোকাল বাসে উঠেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে তিনি গাড়িতে উঠেন। গন্তব্যে পৌঁছতে সময় লাগে ১ ঘণ্টা ২০ মিনিট মিনিট। স্বাভাবিকভাবে এই পথে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট।

জানা গেছে, নগরীতে সড়ক দখল করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। যানজটে আটকা পড়ে প্রতিদিন নষ্ট হচ্ছে মূল্যমান সময়। এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। জানা যায়, বিআরটিএর অনুমোদিত গাড়ির পাশাপাশি মহানগরীর সড়ক সমূহে অবাধে চলছে অনুমোদনহীন মোটরসাইকেল, টেম্পো, সিএনজি টেঙি, শত শত লাইসেন্সবিহীন রিকশাসহ অন্যান্য গাড়ি। অবৈধ এসব গাড়ি সংশ্লিষ্ট প্রভাবশালী ও পুলিশকে ম্যানেজ করে চালায় বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খোঁড়াখুঁড়ি এবং নগরীর বিভিন্ন সড়ক দখল করে ইট, বালি, নির্মাণসামগ্রী রাখায় যানজটে ভোগান্তি বেড়েছে। সংশ্লিষ্টরা জানান পুলিশ পুরোদমে কাজ শুরু করলেও সড়কে স্বস্তি মিলছে না। যানজট কমছে না।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, লাইসেন্সবিহীন, রুট পারমিট না থাকা, ফিটনেসবিহীন গাড়িসহ সড়ক আইন অমান্য করার কারণে অক্টোবর মাসে ৩ হাজার ৭১১টি মামলা, এ সংক্রান্ত এক কোটি ২৬ লাখ ১০ হাজার ২৫০ টাকা জরিমানা এবং অবৈধ, ফিটনেসবিহীন ৪ হাজার ৪৩৬টি গাড়ি আটক করা হয়েছে। বেশি আটক করা হয়েছে রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি। এর মধ্যে গ্রাম সিএনজি এবং ব্যাটারি রিকশা আটকের সংখ্যা বেশি। অভিযানেও ব্যাটারি রিকশার সংখ্যা কমছে না কেন?

এমন প্রশ্নে তিনি বলেন, আমরা প্রধান সড়কগুলোতে বেশি তদারকি করি। প্রধান সড়কে থাকে না। হয়ত ছোট রাস্তাগুলোতে চালায়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

 

 

জনপ্রিয় সংবাদ

ছাতকে ১৩ হাজার গ্রাহক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃক হয়রানির স্বীকার 

চট্টগ্রামে ১ মাসে ৩৭১১ মামলা, গাড়ি আটক ৪৪৩৬টি, জরিমানা আদায় সোয়া কোটি টাকা বেশি

আপডেট সময় ০২:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

 

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের প্রায় প্রতিটি সড়কে বিশৃঙ্খলা, যত্রতত্র পার্কিং, অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল ও যাত্রী ওঠানামাসহ বিভিন্ন কারণে সৃষ্ট যানজটে অতিষ্ঠ নগরবাসী। যানজটের নিরসন ঘটিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সড়ক আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। গত অক্টোবর মাসে নগরের বিভিন্ন এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৭১১টি মামলা করেছে সিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত ১ কোটি ২৬ লাখ ১০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি আটক করা হয়েছে ৪ হাজার ৪৩৬টি। সিএমপি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে নগরের ট্রাফিক দক্ষিণ বিভাগে। এতে ১ হাজার ৩২৯টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা এবং গাড়ি আটক করা হয়েছে এক হাজার ৭৯৭টি। জরিমানা বেশি হয়েছে ট্রাফিক উত্তর বিভাগে। এতে জরিমানা করা হয়েছে ৪৮ লাখ ৬১ হাজার টাকা।

এছাড়া এক হাজার ২৬৩টি মামলা এবং এক হাজার ৩৪৫টি গাড়ি আটক করা হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগে ৬২৯টি মামলা, ৮৭৫টি গাড়ি আটক এবং ২৭ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে। ট্রাফিক বন্দর বিভাগে ৪৯০টি মামলা, ৪১৯টি গাড়ি আটক এবং ১৫ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায়, নগরের সড়কগুলোতে অসংখ্য অবৈধ গাড়ি চলাচল করে। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো, শৃঙ্খলা ভঙ্গ করার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ফিটনেস না থাকা এবং রুট পারমিট না থাকাসহ সড়ক পরিবহন আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সেই অনুযায়ী আর্থিক জরিমানা ও গাড়ি আটক করা হয়। তবে অভিযান অব্যাহত থাকার পরও নগরে যানজট কমছে না বলে জানান সংশ্লিষ্টরা।

কয়েকজন ভুক্তভোগী জানান, রুট পারমিট ছাড়া নগরে গাড়ি প্রবেশ করলে বা লাইসেন্স না থাকলে ৭৫০ টাকা জরিমানা দিতে হয়। এর জন্য পুলিশ একটি লিখিত রশিদ দেয়। কিন্তু এর বাইরে আরো ২০৭৫ টাকা ক্ষেত্র বিশেষে জরিমানা নেয়, কিন্তু সেটার জন্য কোনো রশিদ দেয় না। যানজটে অতিষ্ঠ নগরবাসী : সোমবার নগরীর কোতোয়ালি থেকে কালুরঘাট কমর্স্থল ছেড়ে যাচ্ছিলেন মোহাম্মদ খোরশেদ ১নং লোকাল বাসে উঠেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে তিনি গাড়িতে উঠেন। গন্তব্যে পৌঁছতে সময় লাগে ১ ঘণ্টা ২০ মিনিট মিনিট। স্বাভাবিকভাবে এই পথে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট।

জানা গেছে, নগরীতে সড়ক দখল করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। যানজটে আটকা পড়ে প্রতিদিন নষ্ট হচ্ছে মূল্যমান সময়। এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। জানা যায়, বিআরটিএর অনুমোদিত গাড়ির পাশাপাশি মহানগরীর সড়ক সমূহে অবাধে চলছে অনুমোদনহীন মোটরসাইকেল, টেম্পো, সিএনজি টেঙি, শত শত লাইসেন্সবিহীন রিকশাসহ অন্যান্য গাড়ি। অবৈধ এসব গাড়ি সংশ্লিষ্ট প্রভাবশালী ও পুলিশকে ম্যানেজ করে চালায় বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খোঁড়াখুঁড়ি এবং নগরীর বিভিন্ন সড়ক দখল করে ইট, বালি, নির্মাণসামগ্রী রাখায় যানজটে ভোগান্তি বেড়েছে। সংশ্লিষ্টরা জানান পুলিশ পুরোদমে কাজ শুরু করলেও সড়কে স্বস্তি মিলছে না। যানজট কমছে না।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, লাইসেন্সবিহীন, রুট পারমিট না থাকা, ফিটনেসবিহীন গাড়িসহ সড়ক আইন অমান্য করার কারণে অক্টোবর মাসে ৩ হাজার ৭১১টি মামলা, এ সংক্রান্ত এক কোটি ২৬ লাখ ১০ হাজার ২৫০ টাকা জরিমানা এবং অবৈধ, ফিটনেসবিহীন ৪ হাজার ৪৩৬টি গাড়ি আটক করা হয়েছে। বেশি আটক করা হয়েছে রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি। এর মধ্যে গ্রাম সিএনজি এবং ব্যাটারি রিকশা আটকের সংখ্যা বেশি। অভিযানেও ব্যাটারি রিকশার সংখ্যা কমছে না কেন?

এমন প্রশ্নে তিনি বলেন, আমরা প্রধান সড়কগুলোতে বেশি তদারকি করি। প্রধান সড়কে থাকে না। হয়ত ছোট রাস্তাগুলোতে চালায়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।