মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী, পটুয়াখালী।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রায় ১৬ বছর পর সমাবেশ করেছে উপজেলা বিএনপি। আজ শনিবার বিকেলে উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন হাজারো মানুষ।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে’ আমরা নই, শেখ হাসিনা ও তার দলের নেতাদের বিরুদ্ধে ২০০ মামলা করেছে নিহতদের পরিবার।
আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এমপি হতে ভোট লাগেনি। ২০১৮ সালের নির্বাচন রাতেই করে ফেলা হয়েছে। ২০২৪ সালের নির্বাচন নিজেরা নিজেরাই করেছে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ড. ইউনুসের নেতৃত্বের সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আমরা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আমরা এককভাবে সরকার গঠন করবো না। আন্দোলনরত সব দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন করবো।
রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর সভাপতিত্বে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন হাওলাদারের সঞ্চালনায়, সমাবেশে আরো বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা যুবদলের আহাব্বায়ক অরুন মির, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহারিয়ার সজিব মল্লিক, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহাগ মাহমুদ সহ অন্যন্য নেতৃবৃন্দ।