নিজস্ব প্রতিবেদক
বিমানের ভাড়া কমানো, ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবী সহ প্রবাসীদের বিভিন্ন দাবী- দাওয়া নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের বিমানের ভাড়া কমানো, ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবী সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিওনের এক সভা গতকাল রোববার ২০ শে অক্টোবর সন্ধ্যা ৭ টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠণের সাউথ ইষ্ট রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, গ্রেটার সিলেট ইউকের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সংগঠনের সদস্য সচিব ডঃ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা,।
বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে সভায় আর ও বক্তব্য খান জামাল নুরুল ইসলাম, শাহ সাইফুল আক্তার লিখন, গিয়াসউদ্দিন, শেখ নুরুল ইসলাম, সৈয়দ সায়েম করিম, এবি রুনেল, আব্দুল বাছিত বাচ্চু, আমজাদ হোসেন সানি, রাসেল খান, জাহাঙ্গীর হোসেইন, মোহাম্মদ বদরুল মনসুর, আব্দুল লতিফ, শামসুল ইসলাম, আহমেদ সাদেক, আব্দুর রুউফ, শামীম আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, নাজমুল ইসলাম সুমন,ও আব্দুর রুউফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভাশেষে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সভায় গৃহীত প্রস্তাবাবলী পাঠ করে শুনানোর পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে স্বাগত জানান।
গৃহীত প্রস্তাবে, বিমানের ভাড়া কমানো, ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা সহ নতুন টারমিনালের নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করে তুরস্ক, কাতার, বৃটিশ সহ অন্যান্য এয়ার লাইন্সের ফ্লাইট চালু ,পাওয়ার অব এটরণি প্রদানে বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ, এনআইডি কার্ড প্রদান সহ সিলেটবাসীর প্রতি বৈষম্য দূরিকরণ ও বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।
সভায় আগামী ৩১ জানুয়ারীর মধ্যে সংগঠণের সদস্য পদ গ্রহণের সিদ্ধান্ত হয় এবং প্রতিটি রিজিওনাল ও শাখা কমিটি গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।