হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষংছড়ি বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত পালিত হয়েছে। একই দিন ৬০ শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি পালন করে।
৮ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচীত্তোর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাস্মদ জাকারিয়া।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার দু’শিক্ষা অফিসারসহ সকল দপ্তরের কর্মকর্তা, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দসহ শিক্ষক,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) ত্রিরতন চাকমা বলেন, এ দিবস উপলক্ষ্যে উপজেলার প্রায় ৬০ টি প্রাথমিক বিদ্যালয় নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে ছবি আঁকা, বিতর্ক, দেশাত্মবোধক গান ও আলোচনা সভা। প্রতিটি সভা সফলভাবে সম্পন্ন হয়।