হেলাল উদ্দিন ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ফুলবাড়ীতে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার শ্বেত পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও ডিস-প্লে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব গোলাম রবব্বানী সরকার উপজেলা চেয়ারম্যান ফুলবাড়ী, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, অফিসার ইনচার্জ (ওসি) বজলুল রশিদ ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড মজিবর রহমান। কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান স্বাধীনতা দিবসের উপর নানা রকম শাররীক কসরত ও ডিস-প্লে প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) বিমল চাকমা, উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রেজু, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় ও জাতির শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।