মেহেরপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম, পুলিশ সুপার রাফিউল আলম,জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মিয়াজান আলী প্রমুখ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়াও জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ,জেলা কৃষকলীগ, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শ্রমিক লীগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ, মেহেরপুর সরকারি গণগ্রন্থাগার, মেহেরপুর শিল্পকলা, সমবায় অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, জে আনসার ভিডিপি, টিটিসি ও মেহেরপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এ সময় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।