আবুল হাসান কোটচাঁদপুর ঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিদ্যুৎ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা মিকি, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেন, কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাদিয়া আক্তার পিংকি সহ এলাকার সুধীজনদের একাংশ। উক্ত বিদ্যুৎ বিষয়ক কুইজ প্রতিযোগিতায়, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী মোছাঃ রেফাত জাহান ১ম এবং একই শ্রেণি ও বিভাগের অন্য মেধাবী ছাত্রী মোছাঃ রিয়া তামান্না ২য় হয়েছে।
দুই কৃতি ছাত্রীকে হাতে পুরস্কার তুলে দেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা মিকি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাদিয়া আক্তার পিংকি। কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান বলেন একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তিনি বলেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ মেয়েদের কে শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধ করেছেন।
আজ পহেলা জানুয়ারি বই উৎসব পালন করা হচ্ছে। ছাত্র ছাত্রীর হাতে বই পৌঁছে যাচ্ছে, পহেলা জানুয়ারি। ছাত্র ছাত্রীর উপবৃত্তি ব্যবস্হা করে পোশাক, খাতা, কলম, স্কুল ব্যাগ, ক্রয় করার ব্যবস্হা করেছেন। সন্তান আপনার চিন্তা জননেত্রী শেখ হাসিনার। দেশ আজ মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। বাংলাদেশ কে বিগত দিনে তলাবিহীন ঝুড়ি বলা হত। এটা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পূর্বে বলেছিলেন দেশ কে এমন ভাবে গড়বো সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখবে। আজ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। নারীদের কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনার সরকারের।