উজ্জ্বল কুমার দাস(কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পুর্তি উপলক্ষে কচুয়া এপির মাধ্যমে উপহার হিসাবে ছাতা বিতরণ করা হয়েছে।উপজেলার আলাদা আলাদা স্থানে আয়োজিত অনুষ্ঠানে এসকল উপহার বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত সহযোগী সংগঠন গ্রাম উন্নয়ন কমিটি(ভিডিসি),ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে প্রতিজনকে ১ টি করে ছাতা উপহার হিসাবে বিতরণ করেন সংস্থাটি।
উপহার বিতরণের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনায় হতদরিদ্র-দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধি ও উন্নয়ন সংগঠন গুলোর আরো বেশি সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ে করণীয় শীর্ষক বিষয় উঠে আসে।বিতরণ কার্যক্রমে আমন্ত্রিত ব্যাক্তিবর্গ ছাড়াও স্ব-স্ব পিএফএর প্রোগ্রাম অফিসার উপস্থিত ছিলেন।
এছাড়াও শিশুফোরাম সদস্যদের নিয়ে ৫০ বছর পুর্তি উপলক্ষে আলাদা আরেক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মাঝে একটি করে টি-সার্ট বিতরণ করেন সংস্থাটি।