মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিরা খাতুনের বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড তৈরিতে প্রতিটি জনপ্রতি ২০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠায় ঘটনা তদন্তে পৌর প্যানেল মেয়র-১ নুরুল হককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অপর ২(দুই) সদস্য হলেন, পৌর সচিব লুৎফর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ। ইতিমধ্যেই এ গঠিত কমিটি কাজ শুরু করেছেন।
সরকারি সিদ্ধান্তে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ পৌরসভাতেও পৌর ওয়ার্ড কাউন্সিলদের টিসিবির পণ্য ক্রেতাদের তালিকা তৈরি দ্বায়িত্ব দেয়া হয়। এ সুযোগে ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে ২১০০ জনের তালিকা তৈরিতে প্রতিজনের কাছ থেকে ২০০টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মিরা খাতুনের বিরুদ্ধে । যা সিরাজগঞ্জ পৌর শহরের সর্বত্র সরগরম। এই টাকা ফেরৎ এবং অভিযুক্ত কাউন্সিলরের শাস্তি চান ভুক্তভোগীরা।
এ ঘটনা সামাজিক যোগাযোগ ম্যাধমে ফেইসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এমন ঘটনা তদন্তের জন্য মঙ্গলবার ওই কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কাউন্সিলর মিরা বেগমকে চিঠিও দেয়া হয়েছে।
এদিকে ওই সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মিরা খাতুন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মহিলাদের দিয়ে এমন ভিডিও করে ফেসবুকে ভাইরাল করা হয়েছে। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এ অপপ্রচার করছে।