কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় জোর করে দোকান ঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোঃ আঃ রশিদ গাজী পিতা মৃত এরমান আলী গাজী গ্রাম+ডাকঘর ঘুগরাকাটি উপজেলা কয়রা, জেলা খুলনা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে ঘুগরাকাটি মৌজার এস এ খতিয়ান নং ৯৯, এস এ দাগ নং ৮৯,৯০। ডিপি নং ২৬৯,হাল দাগ নং ৩৮৮,৩৮৭ জমির পরিমাণ ০.০০৫০ একর স্বত্ব দখলীর জমিতে র্দীঘ ৩০ বছর যাবত ঘুগরাকাটি বাজারে সাটার লাগানো ঘর নিমাণ করে ভাড়া দিয়ে আসছিলেন।
উক্ত দোকানের জায়গা ২০০০ সালে অগ্রনী ব্যাংকে মটগেজ দিয়ে সি সি লোন গ্রহণ করে ছিলেন। তিনি খায়রুল ইসলাম নামের এক ব্যবসায়ির নিকটে দোকানটি ভাড়া দেয়। ঘরের ভাড়াটিয়া খায়রুল ইসলাম বাইরে চলে যাওয়ার সময় দোকানের সমস্ত মালামাল তার নিকট বিক্রয় করে চলে যান এবং তিনি ব্যবসা করিতে থাকেন। এমতাবস্থায় মোঃ রবিউল ইসলাম, মোঃ রফিকুল মোড়ল উভয় পিতা আমির আলী মোড়ল গংরা তার জায়গার দোকান বেদখল করিবার জন্য ও বিভিন্নভাবে চাদা দাবী এবং জীবন নাশের জন্য বিভিন্নভাবে ষড়ষন্ত করিতে থাকে।
এ বিষয়ে আঃ রশিদ গাজী ০২/০৭/২০২৩ কয়রা থানায় সাধারণ ডায়রী করেন তার নং ৫৯। আঃ রশিদ গাজী তাদের ভয়ে দোকানঘর দেখা শুনা করে আসছিলেন। ১১/০৩/২০২৪ রবিবার ভোরে বাগালী ইউনিয়নের ইউ পি সদস্য ও ২ নং ওয়াডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল সানার ইন্দনে আওয়ামীলীগের গুন্ডা বাহিনী নিয়ে মোঃ রবিউল ইসলাম গংরা জনতায় দলবন্ধ হয়ে শাবল রড দা দিয়ে দোকানের তালা ভেংগে দোকানের ভিতর প্রবেশ করে দোকানের মালামাল ও প্রসাধনি সামগ্রী প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের লক্ষাধিক টাকার শোকেজ নষ্ট করে। আঃ রশিদ গাজী বাধা দিলে তারা ও আওয়ামীলিগের গুন্ডা বাহিনী দিয়ে এলোপাতারিভাবে আঘাত করে।
আঃ রশিদ গাজী জানান, এখনও রবিউল ইসলাম জোর করে দোকান ঘরটি দখল করে রেখেছে এবং দোকানের শোকেষ অন্যত্বে বিক্রি করিতেছে। আঃ রশিদ গাজী সঠিক বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে হয়রানির শিকার হয়েছে বলে জানান। আঃ রশিদ গাজী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সঠিক ঘটনা উদঘাটন করে আমি যেন তিনি দোকানটা আওয়ামীলিগের দোসরদের হাত থেকে ফেরত পাই তার জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।