বাংলাদেশ ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
সিংগাইরে বড় ভাইয়ের বসতভিটায় জোরপূর্বক বিল্ডিং করার অভিযোগ রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ ২ নারী আটক শলী বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চাহিদা অনুযায়ী নেই বিদ্যুৎ; তবু গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি বিল ধনবাড়ীতে উপ‌জেলা বিএনপির গণমিছিল কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ নিহত পুলিশ সদস্যের বাড়ি পরিদর্শন করলেন বাগেরহাটের নবাগত পুলিশ সুপার সিরাজগঞ্জে জিংক ধান সম্প্রসারণে উপ-সহকারী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত নয় ইউনিয়নে ইচ্ছামতো নেওয়া হচ্ছে ওয়ারিশ সনদের মূল্য বড়পুকুরিয়া কয়লাখনিতে ১৩টি গ্রামবাসীর ক্ষতিপুরনের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ চ্যালেঞ্জে ফেনী’র ছোট নদীর নাব্য মান্দায় শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন উত্তরবঙ্গে মৌ-চাষী সমিতির সভাপতি রশিদ সম্পাদক শিশির সাহা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ময়মনসিংহে সিপিবি’র সমাবেশ ও লাল পতাকার মিছিল

শিক্ষার্থীদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে মদপানের অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ১৬১২ বার পড়া হয়েছে
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে মদপানের অভিযোগ উঠেছে।
এ ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিয়ে সচেতন মহলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
জানা গেছে, গত শনিবার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষক আল মামুনকে। বিদ্যালয়ের অন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে নিয়ে তিনি মিছিল করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে শ্রদ্ধা নিবেদন করতে যান। এরই মধ্যে বিএনসিসি’র ৩-৪ জন শিক্ষার্থী পিয়ন লাল মিয়ার কাছ থেকে একটি শ্রেণি কক্ষের চাবি নিয়ে সেখানে বসে মাদপান করে মাতলামী শুরু করে। বিষয়টি জানাজানির পর বিদ্যালয়ের শিক্ষক, এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন অনেকে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কোনো শিক্ষার্থী নেই। প্রধান শিক্ষকের কক্ষে তালা। সহকারী প্রধান শিক্ষক আবদুস সবুর তার কক্ষে বসে আছেন। শিক্ষক মিলনায়তনে কয়েকজন শিক্ষক বসে আছেন।
শিক্ষক আবদুস সবুর জানান, প্রধান শিক্ষক প্রশিক্ষণে আছেন।
বিদ্যালয়ের পিয়ন লাল মিয়া বলেন, আমি পিয়নের চাকির করি। আমাকে সবার কথা শুনতে হয়। আমার কাছে চাবি থাকে, স্যারেরা চাইলে চাবি দিতে হয়। ওইদিনও চাবি দিয়েছিলাম। পরে ছাত্ররা শ্রেণি কক্ষে বসে কী করেছে বিষয়টি আমি জানি না।
সহকারী শিক্ষক আল মামুন বলেন, শেখ কামালের জন্মবার্ষিকী পালনের বিষয়ে আমার ওপর দায়িত্ব ছিল না। দিবসটি উপলক্ষে ব্যানার ও ফুলের তোরা আনার জন্য আমি দায়িত্বে ছিলাম। কয়েকজন শিক্ষক মিলে শিক্ষার্থীদের নিয়ে মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাই। বিদ্যালয়ের ভেতর কী হয়েছে আমার জানা নেই।
সহকারী প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সবুরের ভাষ্য, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মদপান করেছে বলে শুনেছেন তিনি। প্রধান শিক্ষক প্রশিক্ষণে আছেন। বিদ্যালয়ে যোগদানের পর ব্যবস্থা নেবেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা খাতুন জানান, বিষয়টি জানার পর শিক্ষার্থী অভিবাবকদের ডাকা হয়েছে। এ ব্যাপারে তাদের সঙ্গে কথা হয়েছে। প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ে যোগদানের পর ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

সিংগাইরে বড় ভাইয়ের বসতভিটায় জোরপূর্বক বিল্ডিং করার অভিযোগ

শিক্ষার্থীদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে মদপানের অভিযোগ

আপডেট সময় ১১:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে মদপানের অভিযোগ উঠেছে।
এ ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিয়ে সচেতন মহলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
জানা গেছে, গত শনিবার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষক আল মামুনকে। বিদ্যালয়ের অন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে নিয়ে তিনি মিছিল করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে শ্রদ্ধা নিবেদন করতে যান। এরই মধ্যে বিএনসিসি’র ৩-৪ জন শিক্ষার্থী পিয়ন লাল মিয়ার কাছ থেকে একটি শ্রেণি কক্ষের চাবি নিয়ে সেখানে বসে মাদপান করে মাতলামী শুরু করে। বিষয়টি জানাজানির পর বিদ্যালয়ের শিক্ষক, এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন অনেকে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কোনো শিক্ষার্থী নেই। প্রধান শিক্ষকের কক্ষে তালা। সহকারী প্রধান শিক্ষক আবদুস সবুর তার কক্ষে বসে আছেন। শিক্ষক মিলনায়তনে কয়েকজন শিক্ষক বসে আছেন।
শিক্ষক আবদুস সবুর জানান, প্রধান শিক্ষক প্রশিক্ষণে আছেন।
বিদ্যালয়ের পিয়ন লাল মিয়া বলেন, আমি পিয়নের চাকির করি। আমাকে সবার কথা শুনতে হয়। আমার কাছে চাবি থাকে, স্যারেরা চাইলে চাবি দিতে হয়। ওইদিনও চাবি দিয়েছিলাম। পরে ছাত্ররা শ্রেণি কক্ষে বসে কী করেছে বিষয়টি আমি জানি না।
সহকারী শিক্ষক আল মামুন বলেন, শেখ কামালের জন্মবার্ষিকী পালনের বিষয়ে আমার ওপর দায়িত্ব ছিল না। দিবসটি উপলক্ষে ব্যানার ও ফুলের তোরা আনার জন্য আমি দায়িত্বে ছিলাম। কয়েকজন শিক্ষক মিলে শিক্ষার্থীদের নিয়ে মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাই। বিদ্যালয়ের ভেতর কী হয়েছে আমার জানা নেই।
সহকারী প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সবুরের ভাষ্য, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মদপান করেছে বলে শুনেছেন তিনি। প্রধান শিক্ষক প্রশিক্ষণে আছেন। বিদ্যালয়ে যোগদানের পর ব্যবস্থা নেবেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা খাতুন জানান, বিষয়টি জানার পর শিক্ষার্থী অভিবাবকদের ডাকা হয়েছে। এ ব্যাপারে তাদের সঙ্গে কথা হয়েছে। প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ে যোগদানের পর ব্যবস্থা নেওয়া হবে।