মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং আয়হীন পরিবারে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৩৫ জন দরিদ্র শিক্ষার্থীকে নগদ ৪ হাজার টাকা ও শিক্ষা উপকরণসহ মোট ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসান এবং শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব খান মো: আবু বকর সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম হাওলাদার, ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। সেই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় নির্বাহী কর্মকর্তা উপকার ভোগীদের প্রাপ্ত বৃত্তি বা উপকরণ যথাযথ কাজে ব্যয় করার জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য যে বাংলাদেশের প্রান্তিক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের এই শিক্ষা বৃত্তি প্রদান করে সুনাম অর্জন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তা সহ সুধী, গণমাধ্যম কর্মীগণ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।