বরিশালের বানারীপাড়ায় চোর সন্দেহে ইজিবাইক চালক আ. ছালাম বেপারীকে (৬০) নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার আসামি সিপন হাওলাদারকে (২৪) ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। রোববার বিকেলে গ্রেফতার করার পরে সোমবার সকালে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়। ওই দিন তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে এ হত্যা মামলার আরও চার আসামী আঃ রব হাওলাদার, মো. ইমরান হাওলাদার, আল-আমিন ও কামরুল ইসলাম হাওলাদার ওরফে কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, বানারীপাড়া থানা পুলিশ উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের আঃ ছালাম বেপারীর (৬০) ইজিবাইকটি ২৭ আগস্ট রোববার রাতে টহলের জন্য রিকুইজিশন নিয়েছিল। সে অনুযায়ী পুলিশের ডিউটি শেষ করে তিনি রাত ৩টার দিকে বাড়ি ফিরছিলেন। বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া অতিক্রমের সময় আসামীরা ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধের চেষ্টা করে। ভয় পেয়ে ছালাম দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে আঘাত করে। এতে কাচ ভেঙে গেলে ছালাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়।
এ সময় ওই এলাকার আলমগীর, আব্দুর রব,ইমরান ও নাঈমসহ আসামীরা ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধরক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছালামকে মৃত ঘোষণা করেন। ২৮ আগস্ট রাতে বানারীপাড়া থানায় নিহত আ.ছালাম বেপারীর ছেলে সাব্বির বেপারী বাদী হয়ে ১৪ জনকে সুনির্দিষ্ট ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানর ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ইজিবাইক চালক আ. ছালাম বেপারী হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।