বাংলাদেশ ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
নলছিটির ইউনিয়ন বিএনপির সভাপতির চাঁদাবাজী।। মহাসচিবের কাছে অভিযোগ। পা দিয়ে লিখে আলিম পাশ করলো রাসেল নাইক্ষ‍্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইন: ফাজিল ডিগ্রী মাদ্রাসা আলিম পরীক্ষায় এবারও শীর্ষস্থানে নলছিটি সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ ভান্ডারিয়ায় শিল্পপতি সৈয়দ সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলা: বিচারের দাবিতে মানববন্ধন ভান্ডারিয়ায় পূজা উদ্যাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা ভান্ডারিয়ায় সিরাত সন্ধ্যায় প্রাণের ছোঁয়া ভান্ডারিয়ায় “মুক্তকন্ঠ” শিল্পী ও সাংস্কৃতিক জোটের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে মানুষের কাঁধে চেপে বসা জালিম শাসকের পতন হয়েছে – মাহমুদুর রহমান ২৬ লাখ টাকার ঘড়ি ৪ মাসেই নষ্ট ঠাকুরগাঁওয়ের শ্রী শ্রী রসিক রায় জিও মন্দির প্রাঙ্গন ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি ১৪ মাসেই কোরআনের হাফেজ বালক গৌরনদীতে সাংবাদিক সোহেবের চেক ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা মুন্সিগঞ্জ জেলা ক্রিড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। শরীয়তপুরের জাজিরায় ডিজিএম এর একঘেয়েমীর কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক পল্লীবিদ্যুৎতের লাইনম্যানের।

মুচি’ নয় এখন থেকে নতুন পরিচয় হোক ‘সু-কর্মী’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ১৭০৩ বার পড়া হয়েছে

মুচি' নয় এখন থেকে নতুন পরিচয় হোক 'সু-কর্মী'

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
যারা জুতো তৈরি, সেলাই ও কালি বা রঙ করার কাজ করেন তারা আমাদের সমাজে ‘মুচি’ হিসেবে পরিচিত। দলিত সম্প্রদায়ের ক্ষুদ্র পেশার এসব হতদরিদ্র ও অবহেলিত ‘সু-কর্মী’রা আমাদের ঘুণে ধরা সমাজে অবহেলার পাত্র। এমনকি এদেরকে কেউ মানুষ বলে গণ্য করতে চান না। অথচ এরাই আমাদের চলার পথে সৌন্দর্যের সিঁড়ি তৈরি করে দেন।  এরা পথিকজনের সহায়। এখন থেকে এরা ‘মুচি’ নয়, পরিচিত হবেন ‘সু-কর্মী’ (Shoe Craftsman) হিসেবে।
এসব ‘সু-কর্মী’দের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য ‘ভিনগোলার্ধ’ নামক সংগঠনের মাধ্যমে সামাজিক পরিবর্তনের জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বরিশালের বানারীপাড়ার শেরেবাংলার পিতৃভূমি চাখারের কৃতি সন্তান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)’র সাবেক ডিন এবং বাইশারীর সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল ইসলামের নেতৃত্বে একদল আলোর দিশারী অগ্রপথিক। ‘সু-কর্মী’র সাইনগুলো ইতোমধ্যে তারা পৌঁছে দিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন এলাকার ‘সু-কর্মী’দের হাতে। কাজ চলছে আরো বিতরণের। ২০শে আগস্ট-২০২১ থেকে রাজধানী ঢাকা শহরে তারা ‘সু-কর্মী’র সাইনগুলো বিতরণ করা শুরু করেছেন।
প্রথম পর্বে সাইনগুলো পৌঁছে দিয়েছেন ক্যান্টনমেন্ট বাজারের ৫ জন ‘সু-কর্মী’র কাছে। পরের পর্বটি মিরপুরে। মিরপুর-১৩ এর  শ্রীচরণ ঋষি এ সাইনগুলো গুরুত্বের সাথে ব্যবহার করছেন। সবাই এর মতো সাইনগুলো ব্যবহারে করলে উদ্যোগতাদের উদ্দেশ্য সার্থক হবে। ঢাকার বাইরে প্রথমে বরগুনা শহরে ১৭ অক্টোবর-২০২১ তারিখে ১১ জন ‘সু-কর্মী’র কাছে সাইনগুলো দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলায় ‘সু-কর্মী’দের কাছে সাইনগুলো পৌঁছে দেওয়ার ব্যাপারে কাজ চলছে। এদের মধ্যে রাজশাহী, কুমিল্লা, টাঙ্গাইল, ফেনী, হাতিয়া, নোয়াখালী, সুনামগঞ্জ, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, খুলনা ও বাগেরহাটের কিছু কিছু এলাকায় ‘সু-কর্মী’র সাইনগুলো পৌঁছে দেওয়া হয়েছে।
ভারতের পশ্চিম বাংলায়ও এ কাজটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের ছোট ভাই প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল ইসলাম জানান, আমরা ‘মুচি’ শব্দটিকে বদলে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ‘সু-কর্মী’রা সকলেই আমাদের এ সাইনগুলোকে আগ্রহ সহকারে গ্রহণ করেছে। এভাবে ধীরে ধীরে সমগ্র বাংলাদেশে কাজ করতে চাই। আমরা চাচ্ছি এদের কাজকে মানুষ সম্মানের চোখে দেখুক।
এদের সন্তানেরা গর্ব করে বাবার পরিচয় দিতে পারুক এটাই আমাদের কাম্য। এটি সম্পূর্ণরূপে একটি সামাজিক উদ্যোগ। আশা করি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই আমাদের সাথে কাজ করতে এগিয়ে আসবে। এ ব্যাপারে সচেতন সকল মহলের সহযোগিতা কামনা করছি। আমরা চাই ‘মুচি’ সম্বোধনটি আমাদের সমাজ থেকে চিরতরে হারিয়ে যাক। সমাজে এরা নতুন মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক। এখন থেকে এদের নতুন পরিচয় হোক ‘সু-কর্মী’ (Shoe Craftsman)।

নলছিটির ইউনিয়ন বিএনপির সভাপতির চাঁদাবাজী।। মহাসচিবের কাছে অভিযোগ।

মুচি’ নয় এখন থেকে নতুন পরিচয় হোক ‘সু-কর্মী’

আপডেট সময় ০৭:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
যারা জুতো তৈরি, সেলাই ও কালি বা রঙ করার কাজ করেন তারা আমাদের সমাজে ‘মুচি’ হিসেবে পরিচিত। দলিত সম্প্রদায়ের ক্ষুদ্র পেশার এসব হতদরিদ্র ও অবহেলিত ‘সু-কর্মী’রা আমাদের ঘুণে ধরা সমাজে অবহেলার পাত্র। এমনকি এদেরকে কেউ মানুষ বলে গণ্য করতে চান না। অথচ এরাই আমাদের চলার পথে সৌন্দর্যের সিঁড়ি তৈরি করে দেন।  এরা পথিকজনের সহায়। এখন থেকে এরা ‘মুচি’ নয়, পরিচিত হবেন ‘সু-কর্মী’ (Shoe Craftsman) হিসেবে।
এসব ‘সু-কর্মী’দের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য ‘ভিনগোলার্ধ’ নামক সংগঠনের মাধ্যমে সামাজিক পরিবর্তনের জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বরিশালের বানারীপাড়ার শেরেবাংলার পিতৃভূমি চাখারের কৃতি সন্তান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)’র সাবেক ডিন এবং বাইশারীর সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল ইসলামের নেতৃত্বে একদল আলোর দিশারী অগ্রপথিক। ‘সু-কর্মী’র সাইনগুলো ইতোমধ্যে তারা পৌঁছে দিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন এলাকার ‘সু-কর্মী’দের হাতে। কাজ চলছে আরো বিতরণের। ২০শে আগস্ট-২০২১ থেকে রাজধানী ঢাকা শহরে তারা ‘সু-কর্মী’র সাইনগুলো বিতরণ করা শুরু করেছেন।
প্রথম পর্বে সাইনগুলো পৌঁছে দিয়েছেন ক্যান্টনমেন্ট বাজারের ৫ জন ‘সু-কর্মী’র কাছে। পরের পর্বটি মিরপুরে। মিরপুর-১৩ এর  শ্রীচরণ ঋষি এ সাইনগুলো গুরুত্বের সাথে ব্যবহার করছেন। সবাই এর মতো সাইনগুলো ব্যবহারে করলে উদ্যোগতাদের উদ্দেশ্য সার্থক হবে। ঢাকার বাইরে প্রথমে বরগুনা শহরে ১৭ অক্টোবর-২০২১ তারিখে ১১ জন ‘সু-কর্মী’র কাছে সাইনগুলো দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলায় ‘সু-কর্মী’দের কাছে সাইনগুলো পৌঁছে দেওয়ার ব্যাপারে কাজ চলছে। এদের মধ্যে রাজশাহী, কুমিল্লা, টাঙ্গাইল, ফেনী, হাতিয়া, নোয়াখালী, সুনামগঞ্জ, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, খুলনা ও বাগেরহাটের কিছু কিছু এলাকায় ‘সু-কর্মী’র সাইনগুলো পৌঁছে দেওয়া হয়েছে।
ভারতের পশ্চিম বাংলায়ও এ কাজটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের ছোট ভাই প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল ইসলাম জানান, আমরা ‘মুচি’ শব্দটিকে বদলে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ‘সু-কর্মী’রা সকলেই আমাদের এ সাইনগুলোকে আগ্রহ সহকারে গ্রহণ করেছে। এভাবে ধীরে ধীরে সমগ্র বাংলাদেশে কাজ করতে চাই। আমরা চাচ্ছি এদের কাজকে মানুষ সম্মানের চোখে দেখুক।
এদের সন্তানেরা গর্ব করে বাবার পরিচয় দিতে পারুক এটাই আমাদের কাম্য। এটি সম্পূর্ণরূপে একটি সামাজিক উদ্যোগ। আশা করি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই আমাদের সাথে কাজ করতে এগিয়ে আসবে। এ ব্যাপারে সচেতন সকল মহলের সহযোগিতা কামনা করছি। আমরা চাই ‘মুচি’ সম্বোধনটি আমাদের সমাজ থেকে চিরতরে হারিয়ে যাক। সমাজে এরা নতুন মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক। এখন থেকে এদের নতুন পরিচয় হোক ‘সু-কর্মী’ (Shoe Craftsman)।