মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিখ্যাত লেখকদের কালজয়ী ৩৩টি বইয়ের মোড়কে সাজানো বাড়ির সীমানা প্রাচীর,দেখতে দৈনন্দিন উৎসুক বই প্রেমিদের ভিড়।
জেলার বাজিতপুর উপজেলার সরারচরের খালেখাঁ ভাণ্ডা গ্রামের রকিব হাসানের আনন্দধারা’ বাড়ির এই সীমানা প্রাচীর স্থানীয়ভাবে ‘বই দেয়াল নামে পরিচিত।
বাড়ির সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে সেলফে রাখা বইয়ের সারির মত করে। বাড়িটি দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বাড়িটির সামনে সব সময় দর্শনার্থী ও কৌতূহলী মানুষের দেখা মেলে।এমনকি বিভিন্ন সংগঠনের উদ্যোগে সেখানে প্রায়ই বসে পাঠচক্র।
সরে জমিনে দেখা যায়, ৪৭ শতাংশ জমির ওপর নির্মিত বাড়ির সীমানা প্রাচীরের ‘বই দেয়ালটি ১০০ ফুট লম্বা ও প্রতিটি বইয়ের মোড়ক ১০ ফুটের মতো উঁচু। ইট-পাথর দিয়ে সীমানা প্রাচীরের মূল কাঠামোতে স্টিলের পাত দিয়ে তৈরি ‘বুক সেলফ সদৃশ।
বই পড়া ও জ্ঞানচর্চাকে উৎসাহ দিতে বইয়ের দেয়াল তৈরির উদ্যোগ নেন বলে জানিয়েছেন রকিব হাসান। তিনি বলেন, নতুন প্রজন্ম ডিজিটাল মাধ্যমে আসক্ত হয়ে বই বিমুখ হয়ে পড়ছে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছে।বই পড়ার অভ্যাস অনেকাংশে মানুষকে ফেরাতে পারে ধ্বংসাত্নক পথ থেকে।
বইয়ের প্রতি ভালোবাসা ও মানুষকে বই মুখী করার সংকল্পেই এ উদ্যোগ।