বাগেরহাট প্রতিবেদকঃ
বাগেরহাটে গবাদীপশুর ওষুধের বিক্রি বাড়াতে অবৈধ পন্থা অবলম্বন করায় রেনেটা কোম্পনীর বিক্রয় প্রতিনিধি রনজিৎ বিশ্বাসকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাগেরহাট-সাতক্ষীরা জেলা প্রতিনিধি কামরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৯ মে) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রোহান সরকার সদর উপজেলার কাঠি-গোমতী গ্রামে ভ্র্যম্যমান আদালত পরিচালনা করে এই জেল-জরিমানার আদেশ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিট্রেট রোহান সরকার বলেন, ওষুধের বিক্রি বাড়াতে রেনেটা কোম্পনীর প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন খামারে গিয়ে নিজেরা গবাদী পশুর চিৎিকসার নামে অবৈধ ভাবে চিকিৎসাপত্র দিয়ে আসছিল। জেলা ও উপজেলায় অসুস্থ গবাদী পশুর চিকিৎসা দেয়ার জন্য প্রানী সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জন রয়েছে।
এই অবস্থায় জেলা প্রানী সম্পদ বিভাগ রেনেটা কোম্পনী জেলা প্রতিধিনি কামরুল ইসলামকে লিখিত ভাবে সর্তক করেন। তারপরও তারা কর্ণপাত করেনি। দুপুরে রেনেটা কোম্পনীর বিক্রয় প্রতিনিধি রনজিৎ বিশ্বাস বাগেরহাট সদর উপজেলার কাঠি-গোমতী গ্রামের খামারী মনোয়ার হোসেনের একটি অসুস্থ গরু দেখে চিকিৎসাপত্র প্রদান করেন। খামারী বিষয়টি সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনকে অভিযোগ করলে কাঠি-গোমতী গ্রামে ভ্র্যম্যমান আদালত পরিচালনা করা হয়। গবাদিপশু খামারিদের স্বার্থ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।