নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই স্লোগানে নেত্রকোণায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় মোক্তারপাড়া মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর নেত্রকোণা এর সহযোগিতায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার রিফাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (পিপিএম), সহকারী পরিচালক ভোক্তা- অধিকার সংরক্ষন অধিদপ্তর নেত্রকোণা, মোঃ শাহ আলমসহ ভোক্তা- অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকতাবৃন্দ।