প্রেস বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এর অভ্যর্থনা ও কুশল বিনিময়ের একটি ছবি ব্যবহার করে আপত্তিকর পোষ্ট প্রদানকারী কাইফি সিকদার@মিমি’কে গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতা র্যাব- ২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে গ্রেফতার।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এর অভ্যর্থনা ও কুশল বিনিময়ের একটি ছবি ব্যবহার করে আপত্তিকর পোষ্ট প্রদানকারী কাইফি সিকদার@মিমি (২৫) কে গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ভোর ০৫.৩০ ঘাটিকায় গাজীপুর জেলাধীন শ্রীপুর থানাস্থ বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে গ্রেফতার করে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আনুমানিক রাত ২১.৩০ ঘটিকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের মাননীয় প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এর অভ্যর্থনা ও কুশল বিনিময়ের একটি ছবি ব্যবহার করে আপত্তিকর পোষ্ট প্রদান করেছে। উক্ত পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
গৌরনদী এলাকার স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় যে, সরকারী গৌরনদী কলেজের একজন শিক্ষার্থী কাইফি সিকদার@ মিমি (২৫) তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে সে নিজেই উক্ত পোস্ট দেয় এবং উক্ত ফেইসবুক আইডিটি পরিচালনা করেন। তার অন্যান্য সহযোগীদের সহযোগিতায় দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জানমালের ব্যাপক ক্ষতি সাধনের লক্ষে উক্ত আপত্তিকর পোষ্টটি করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ৮/১৯৬, তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং, ধারা-৪/৫ আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২। ঘটনার পর হতে পলাতক কাইফি সিকদার@মিমি (২৫) কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব এর আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতা র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ আভিযানে আসামি কাইফি সিকদার@মিমি (২৫), পিতা- মোঃ আবুল সিকদার, থানা-গৌরনদী, জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি কাইফি সিকদার@মিমি (২৫) সরকারী গৌরনদী কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক। আসামি উক্ত মামলায় গ্রেফতার এড়ানোর জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকত।
প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। শিহাব করিম সিনিঃ এএসপি সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক মোবাঃ ০১৭৭৭-৭১০২০৩