প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর তুরাগ হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ মার্চ ২০২৩ ইং তারিখ ১৭৩৫ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়রা মামলা নং- ১৭১/২০১৮, স্মারক নং ২৬, তারিখ ২৪/০১/২০২৩, ধারা- দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের সশ্রম কারাদন্ড এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন ধওড় এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহিনুর রহমান (৪৪), পিতা- ছলেমান, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্বাক্ষতির/-
নোমান আহমদ
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ৪৮৯৬৩১৫২।