বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে সরকারি শিশু পরিবার বালিকা স্কুলে ফিডিং কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (০৬ মার্চ ) সকাল ১০টায় বাগেরহাট জেলার সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফজলে এলাহি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তারসহ আরও অনেকে।
স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ ছাত্রীদের নিয়ে স্কুল ফিডিং প্রোগ্রামে ৬০ জন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রাণীসম্পদ সেবা সপ্তাহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ, ডিম,পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে ধারনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে ডিম ও এক গ্লাস গরুর দুধ প্রদান করা হয়।