বাংলাদেশ ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
তাসলির নিয়ন্ত্রণে কড়াইল বস্তির দখলবাজি, মাদক কারবার ইয়াবা ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ র‌্যাবের অভিযানে দিনমজুর আসলাম হত্যা মামলার রহস্য উদঘাটনসহ প্রধান আসামী গ্রেফতার চোর সন্দেহে গণপিটুনিতে নৃশংসভাবে নিহত, আজিজুল শিকদার ক্লুলেস হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ বিএনপির প্রধান কার্যালয় এখন নৌকার নির্বাচনী অফিস বিএনপির অর্ধশত নেতাকর্মী পদত্যাগ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শেখ আব্দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী  সীমান্ত থেকে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন যুবলী‌গের উদ্যো‌গে শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পা‌লিত নৌকা ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ ফুটবল খেলাকে কেন্দ্রে করে সংঘর্ষে আটক ৭  প্রেসক্লাব সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়  অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাটি উত্তোলন বন্ধে অভিযান কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুনের ঘটনায় আটক ৩

শাহজাদপুরে চলছে মাছ ধরার বাউত উৎসব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ১৭১১ বার পড়া হয়েছে

শাহজাদপুরে চলছে মাছ ধরার বাউত উৎসব

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিও প্রতিযোগিতা: বিস্তারিত ফেইসবুক পেইজে

 

মোঃ আমিরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন নদ-নদী, খাল-বিল থেকে বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী বাউত উৎসব শুরু হয়েছে।প্রতি বছরের মতো এবারেও  উপজেলার বিভিন্ন নদী ও খাল  বিলের পানিতে নেমে পলো  দিয়ে সৌখিন মাছ শিকারিরা মাছ শিকারে মত্ত হয়ে উঠেছেন।

স্থানীয় ভাষায় এসব মাছ শিকারিকে বলা হয় ‘বাউত’। বিভিন্ন  বিলাঞ্চলের বিভিন্ন নদ-নদী ও বিলের পানিতে মাছ শিকারে সবাই দলবেঁধে নেমে পড়ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মাছের আনাগোনা কম হওয়ায় বেশির ভাগ বাউতদের ফিরতে হচ্ছে খালি হাতে।

শনিবার সকালে সরেজমিন উপজেলার ফুলঝর নদীতে দেখা যায় শত শত সৌখিন মাছ শিকারি মাছ শিকারে নেমে পড়েছেন। কেউ মাছ পাচ্ছেন আবার কেউবা ফিরছেন খালি হাতে।উপজেলার  বিভিন্ন স্থান থেকে বাউতরা এসেছেন মাছ শিকারে।এই মাছ ধরার উৎসবে মেতে উঠছেন শিশু-কিশোর, যুবক থেকে শুরু করে বৃদ্ধরা।

এই বাউতে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে  শোল, বোয়াল, আইড়, গজার,রুই,টাকিসহ হরেক রকমের মাছ। বাউতে মাছ শিকার প্রেমিক মোঃ আব্দুস ছাত্তার বলেন, মাছ পাওয়া না পাওয়া বড় কথা নয়, ব্যতিক্রমী এ উৎসবে যোগ দিতে পেরে  আনন্দ উপভোগ করাটাই আমাদের  কাছে মুখ্য বিষয়।

উপজেলার মশিপুর গ্রামের মোঃ বাহাদুর হোসেন,নরিনার গ্রামের চাঁন,ব্রজবালার ইয়াছিন,মশিপুর গ্রামের ওমর হোসেন,বনগ্রামের লালু সরকারসহ বেশ কয়েকজন বাউত সৌখিন মৎস্য শিকারি অগ্নিশিখাকে জানান, প্রতি বছর এই সময়টার অপেক্ষায় থাকেন তারা। মোবাইলের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে করতোয়া নদী ফুলঝর নদী ও বিভিন্ন  বিলে পলো নিয়ে মাছ শিকারে নেমে পড়ছেন। দলবদ্ধ হয়ে মাছ ধরা এক ধরনের উৎসবে পরিণত হয়েছে।

এছাড়া বাউত উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে কখনো তারা হারাতে দেবেনা।এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছরই বাউত উৎসবে যোগ দিবেন  বলে জানালেন তারা।

তাসলির নিয়ন্ত্রণে কড়াইল বস্তির দখলবাজি, মাদক কারবার

শাহজাদপুরে চলছে মাছ ধরার বাউত উৎসব

আপডেট সময় ০৪:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২

 

মোঃ আমিরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন নদ-নদী, খাল-বিল থেকে বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী বাউত উৎসব শুরু হয়েছে।প্রতি বছরের মতো এবারেও  উপজেলার বিভিন্ন নদী ও খাল  বিলের পানিতে নেমে পলো  দিয়ে সৌখিন মাছ শিকারিরা মাছ শিকারে মত্ত হয়ে উঠেছেন।

স্থানীয় ভাষায় এসব মাছ শিকারিকে বলা হয় ‘বাউত’। বিভিন্ন  বিলাঞ্চলের বিভিন্ন নদ-নদী ও বিলের পানিতে মাছ শিকারে সবাই দলবেঁধে নেমে পড়ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মাছের আনাগোনা কম হওয়ায় বেশির ভাগ বাউতদের ফিরতে হচ্ছে খালি হাতে।

শনিবার সকালে সরেজমিন উপজেলার ফুলঝর নদীতে দেখা যায় শত শত সৌখিন মাছ শিকারি মাছ শিকারে নেমে পড়েছেন। কেউ মাছ পাচ্ছেন আবার কেউবা ফিরছেন খালি হাতে।উপজেলার  বিভিন্ন স্থান থেকে বাউতরা এসেছেন মাছ শিকারে।এই মাছ ধরার উৎসবে মেতে উঠছেন শিশু-কিশোর, যুবক থেকে শুরু করে বৃদ্ধরা।

এই বাউতে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে  শোল, বোয়াল, আইড়, গজার,রুই,টাকিসহ হরেক রকমের মাছ। বাউতে মাছ শিকার প্রেমিক মোঃ আব্দুস ছাত্তার বলেন, মাছ পাওয়া না পাওয়া বড় কথা নয়, ব্যতিক্রমী এ উৎসবে যোগ দিতে পেরে  আনন্দ উপভোগ করাটাই আমাদের  কাছে মুখ্য বিষয়।

উপজেলার মশিপুর গ্রামের মোঃ বাহাদুর হোসেন,নরিনার গ্রামের চাঁন,ব্রজবালার ইয়াছিন,মশিপুর গ্রামের ওমর হোসেন,বনগ্রামের লালু সরকারসহ বেশ কয়েকজন বাউত সৌখিন মৎস্য শিকারি অগ্নিশিখাকে জানান, প্রতি বছর এই সময়টার অপেক্ষায় থাকেন তারা। মোবাইলের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে করতোয়া নদী ফুলঝর নদী ও বিভিন্ন  বিলে পলো নিয়ে মাছ শিকারে নেমে পড়ছেন। দলবদ্ধ হয়ে মাছ ধরা এক ধরনের উৎসবে পরিণত হয়েছে।

এছাড়া বাউত উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে কখনো তারা হারাতে দেবেনা।এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছরই বাউত উৎসবে যোগ দিবেন  বলে জানালেন তারা।