রিয়াজ আহমেদ হান্নান, স্টাফ রিপোর্টারঃ
উল্লাপাড়ায় ৫০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র অভিষণিক দল। আজ শনিবার দুপুর ২ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানির অভিষনিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলংগার চড়িয়া শিকার গ্রামে রাস্তায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ একজন মাদক কারবারীকে আটক করে।
এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার চড়িয়া শিকার গ্রামের মৃত সমেশ আলী প্রমানিকের ছেলে আলতাফ হোসেন (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ মাদক ব্যবসার কথা স্বীকার করে বলে জানান র্যাব-১২ মিডিয়া সেল।
আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ এ সারণী ১০(ক) ধারায় মামলা করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।