উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়া উপজেলায় হাফিজুর মোল্লা(৪০) নামের স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে জানা যায়, গত ৩ ডিসেম্বর সন্ধায় হাফিজুর মোল্লা মটরসাইকেল যোগে বাদোখালী বাজার থেকে ফুলতলা বাজারে আসার পথে পূর্বে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় চাইনিচ কুড়াল দিয়ে আঘাত করে এ সময় সে মাটিতে পরে যায়। পরে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ী কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
এলাকা বাসী হাফিজুর মোল্লাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।হাফিজুর মোল্লা উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে।
সে গজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ঘের সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মহিদ (২৫), তুহিন (২৫)আফছার (৪৯) সহ তাদের সহযোগি ১৫/১৬ জন ধারালো অস্ত্র দিয়ে হাফিজুর মোল্লাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে হাফিজুরের পরিবার জানায়।
গজালিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, মাছের ঘের নিয়ে বিরোধে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় হাফিজুর মোল্লার মেজো ভাই মোঃ আকরাম হোসেন বাদী হয়ে কচুয়া থানায় ১৮ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা করেন। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ একই এলাকার ইমরান শেখ (২১)নামে একজনকে আটক করেছে।
কচুয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান , ঘটনাটি শোনার পরেই আমি ঐ এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে উক্ত ঘটনার ১ জন আসামীকে আটক করেছি এবং অন্য আসামী আটকের চেষ্টা চলছে।