এম এ আছাদ, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি আল ফেরদৌস আলফাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর, ২২ ইং তারিখ) ভোররাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করাহয়। আল ফেরদৌস আলফা (৫৫) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা। তিনি দেবহাটার উত্তর কোমরপুর এলাকার আবুল কাশেম সরদার এর ছেলে। তিনি সাবেক জেলা পরিষদ সদস্য ও আ.লীগের নেতা বলে জানায় একাধিক সূত্র।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আল ফেরদাউস আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সডিলসহ তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান ফরাজি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৮৬, তাং- ২৬-১১-২২ ইং। আটককৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।