প্রেস রিলিজ
আড়াইহাজার এলাকায় “চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা” মামলার একমাত্র পলাতক আসামী ৭২ ঘন্টার মধ্যে র্যাব-১১ কর্তৃক গ্রেফতার॥
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকান্ডের পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২৬ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ রাতে ডিএমপি, ঢাকা’র দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আড়াইহাজার এলাকায় চাঞ্চল্যকর “নৈশ প্রহরী হোসেন (৬০)” হত্যা মামলার একমাত্র এজাহারভূক্ত পলাতক আসামী হোসেন (৬০), পিতা- মৃত আব্দুল গনি, সাং- আগুয়ান্দী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে মামলা হওয়ার ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ভিকটিম হোসেন (৬০) আড়াইহাজার থানাধীন উচিৎপুর বাজারে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। গত ২৩-১১-২০২২ তারিখ ভোরে উচিৎপুর বাজরস্থ রুস্তম আলীর দোকানের সামনে গ্রেফতারকৃত আসামী এবং ভিকটিম বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামীর হাতে থাকা টর্চলাইট দ্বারা ভিকটিমকে উপর্যপুরি আঘাত করে হত্যা করে। হত্যাকান্ডের পর হতেই আসামী হোসেন (৬০) কৌশলে আত্মগোপন করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় ভিকটিমের শ্যালক মোঃ লায়েছ বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩১ তারিখ- ২৩ নভেম্বর ২০২২। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ হোসেন (৬০) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ হোসেন’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।
পরবর্তীতে অদ্য ২৬ নভেম্বর ২০২২ইং তারিখে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এজাহারভূক্ত পলাতক আসামীকে ডিএমপি, ঢাকা’র দক্ষিনখান থানা এলাকায় সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত
মোঃ রিজওয়ান সাঈদ জিকু
এএসপি সহকারী পরিচালক
মিডিয়া অফিসার র্যাব-১১,
আদমজীনগর, নারায়ণগঞ্জ।