আলাউদ্দিন আদম পাবনা:
পাবনায় শুরু হয়েছে দুইদিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স নুরজাহান কিচেনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ফেসবুক গ্রুপ আমরাই অনন্যা’র আয়োজনে মেলায় নারী উদ্যোক্তাদের তৈরী বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
দুইদিনব্যাপী এ মেলায় মোট ১৮টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস ,রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাঈদা সবনম, ফেসবুক গ্রুপ আমরাই অনন্যা’র এডমিন আন্নি বিশ্বাস সহ ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।