সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সরকারি অফিসের ভূয়া সীলমোহর ব্যবহারকারী ০১ প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যাক্তি বিভিন্ন লোকজনের নিকট টাকার বিনিময়ে অবৈধ লাভের আশায় বিভিন্ন জাল সনদ ও সীলমোহর তৈরী করে প্রতারনার মাধ্যমে জাল-জালিয়াতি করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।
এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল উক্ত প্রতারক চক্র’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই ২০২২ তারিখ আনুমানিক ১৩.৪০ ঘটিকার সময় র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার তেরখাদা থানাধীন ভুজনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। রিপন বিশ্বাস(৩১), থানা-তেরখাদা, জেলা-খুলনাকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামীর দখল হতে জালিয়াতি কাজে ব্যবহৃত ১। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সীলমোহর ২৯টি, ২। ভূয়া প্রত্যয়ন পত্র ০২ পাতা, ৩। নকল ওয়ারিশ কায়েম সনদ ০৯ পাতা, ৪। ভূমি অফিসের পর্চা/খতিয়ান ২২ পাতা, ৫। নকল সীলমোহর ০১ পাতা ও ৬। ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।