মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুটির নিচে পড়ে এক যুবক নিহত হয়েছে। এতে আরও গুরুতর আহত হয়েছে তিনজন । রবিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার আদিপুর গ্রামের বাছির আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, সকালে পল্লী বিদ্যুৎ এর শ্রমিক আনোয়ার হোসেন (১৮) মহাসড়কের পাশে থাকা বিদুৎতের খুটি ভ্যান গাড়িতে নিয়ে যাবার সময় পিছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা বি,আর,টি,সির একটি ট্রাক ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে এক শ্রমিক মারা যায়। হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম।