ফরিদপুর প্রতিনিধি,–তারেকুজ্জামানঃ ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) ফাইনাল আজ বিকেলে শেষ হয়েছে। ফাইনালে বালক বিভাগে ফরিদপুর পৌরসভা ও বালিকা বিভাগে ফরিদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে ২ জুন, ২০২২ বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়ের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার। টুর্নামেন্টের প্রথমে বঙ্গবন্ধু ইভেন্টের খেলা এবং পরে বঙ্গমাতা ইভেন্টে খেলাটি অনুষ্ঠিত হয়। দিনের প্রথমে বঙ্গবন্ধু ইভেন্টে ফরিদপুর পৌরসভা দল ১-০ গোলে ফরিদপুর সদর উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে বঙ্গমাতা ফুটবল ফরিদপুর সদর উপজেলা দল ৪-০ গোলের বড় ব্যবধানে ফরিদপুর পৌরসভা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের ও ডিএফ এর সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।