ইমরান প্রামানিক: তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইউনিয়নের দোহাজারী গ্রামের বাকপ্রতিবন্ধী টন্নী গত ১৮ এপ্রিল শুক্রবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় মানবিক সাহায্যের উপর নির্ভর করে চলে তার জীবিকা। প্রতিদিনের ন্যায় ওই দিনও টন্নী তার জীবিকার তাগিদে বাড়ী থেকে বাইরে বেড়িয়ে যান। একমাত্র মানুষের সাহায্য সহযোগিতায় টন্নী’র জীবন চলে। প্রায় এক দশক হতে পিতৃ-মাতৃহীন গ্রাম পাড়া শহরে মানুষের সাহায্য সহযোগীতার অনুদানেই চলে তার জীবন।
হঠাৎ সেই টন্নী নিখোঁজ তার বড় ভাই ইসলাম জানান, আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। কিন্তু তাহার কোন সন্ধান পাওয়া যায়নি।
বাক প্রতিবন্ধীর নাম টুন্নী খাতুন, পিতা মৃত আজিজার রহমান, গ্রাম দোহাজারী পোষ্ট ইকরচালী, উপজেলা: তারাগঞ্জ, জেলাঃ রংপুর।
মেয়েটির বয়স আনুমানিক ৩০ বছর। মেয়েটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট , মাথর চুল লম্বা, তাহার পরনে ছিল নীল রঙের বলপ্রিন্ট জামা, কাঠালী রঙের ওরনা।
তারাগঞ্জ থানার ওসি সুসান্ত কুমার সরকার জানান, এবিষয়ে তারাগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে যার (জিডি) নং ১৮২০। প্রাথমিক তথ্য যাচাই-বাছাই চলছে সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করছে।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন। অনুগ্রহ করে তার পরিবারের কাছে পৌঁছাতে সাহায্য করবেন। যোগাযোগের ঠিকানাঃ গ্রামঃ দোহাজারী ইকরচালী, উপজেলাঃ তারাগঞ্জ জেলাঃ রংপুর, ইউনিয়ন ৩ নং ইকরচালী। মোবাইলঃ ০১৭৩৮-২৪০৫২৮ বড় ভাই।