মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ জেলে একসাথে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
ওই সময় ট্রলারে থাকা অন্য সাত জেলে সাতরে পাড়ে উঠতে পারলেও তিনজন নিখোঁজ ছিল। নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্বার করতে সক্ষম হলেও এক জনের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী ) বিকেলে সন্ধান না প্ধাসঢ়;ওয়া সেই জেলে বাচ্চু হাওলাদার (২৮) এর লাশ উদ্বার করা হয়। উপজেলার ছোট মাছুয়া গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে মো: বাচ্চু হাওলাদার।
জানাযায়, ডুবে যাওয়া ট্রলারের জালে প্যাচানো অর্ধগলিত বাচ্চু হাওলাদারের মরদেহ জেলেরা উদ্বার করে। খবর পেয়ে স্বজনরা লাশ সনাক্ত করে। রাতে পারিবারিক কবর স্তানে দাফন করে।