বাগেরহাট হতে চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীসহ ০৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৬ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ভিকটিম বিনোদ সরকার তার নিজ বাড়ি হতে বাগেরহাট জেলার মংলা থানাধীন মংলা বাজার যাওয়ার পথে ২০/২৫ জন দুস্কৃতিকারী পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মাথা সহ শরীরের অন্যান্য স্থানে খুনের উদ্দেশ্যে আঘাত করতঃ গুরুতর জখম করে এবং ৫০,০০০/-টাকা মূল্যের মালামাল লুট করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেয় ৷ এ সংক্রান্তে ভিকটিমের ভাই কুমুদ সরকার বাদী হয়ে বাগেরহাট জেলার মোংলা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর জনমনে ব্যাপক চাঞল্যের সৃষ্টি করে৷ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল ২০২২ তারিখ র্যাব-৬ (সদর কোম্পানি) এর অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত হত্যা চেষ্টা মামলার আসামীরা বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ১৭.৫০ ঘটিকায় সময় বাগেরহাট জেলার সদর থানাধীন ষাট গম্বুজ মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলা প্রধান আসামী ১৷ মোঃ সুলতান হাওলাদার(৫০), পিতা-মৃত মোহাব্বত আলী হাওলাদার, সাং- কানাইনগর সহ তার সহযোগী আসামী ২। খোকন ঘোষাল(৩০), পিতা-মৃনাল ঘোষাল, সাং-কালিকাবাড়ী, ৩। বেল্লাল খাঁ(৪৫), পিতা-মৃত আরশাদ আলী খাঁ, সাং-কানাইনগর, ৪। মোঃ নিয়ামুল ব্যাপারী(৩০), পিতা-মৃত বুলবুল ব্যাপারী, সাং-কানাইনগর, সর্ব থানা-মোংলা, জেলা-বাগেরহাটদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।