প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা জেলার আশুলিয়া হতে ফেন্সিডিলসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ এপ্রিল ২০২২ ইং তারিখে আনুমানিক ০৯৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকাস্থ টাঙ্গাইল টু ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ক্যাফে শান্তিমা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্য১) মোঃ আজিজুর রহমান ওরফে রুবেল (৪০), পিতা-কালু বেপারি, মাতা-মালেকা বেগম, সাং-কুমরুল শাহাপাড়া, থানা- বড়াইগ্রাম, জেলা- নটোর, বর্তমান ঠিকানা- বাড়ী নং-৪১৬, রোড নং-১৭, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা- ভাটারা, ডিএমপি, ঢাকা, ২) মোঃ আমিনুর রহমান (৫১), পিতা- মৃত মহসিন আলী, মাতা-মৃত আমিনা বেগম, সাং-জমগ্রাম, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাট, ৩) মোঃ হারুন অর রশিদ (৩৬), পিতা-গোলাম মোস্তফা, মাতা-শরিফা বেগম, সাং-হরিণমারী জুগিহার, থানা- বালিয়াডাঙ্গি, জেলা- ঠাকুরগাঁও, ৪) ভুলু হাসান (৪৫), পিতা-টাক্কু মহবুল, মাতা-মৃত কদবানু, সাং-রথনাই ছলিভিটা, থানা- বালিয়াডাঙ্গি, জেলা- ঠাকুরগাঁও, ৫) মোঃ শামছুল আলম (৪৫), পিতা-ভেলছু মোহাম্মদ, মাতা-মৃত ফেলেদা খাতুন, সাং-পশ্চিম হরিণ মারি, থানা- বালিয়াডাঙ্গি, জেলা- ঠাকুরগাঁও ও ৬) মোঃ আব্দুল করিম (৩০), পিতা-মতিবুর রহমান, মাতা-মোছাঃ তারাফুল খাতুন, সাং-জুগিহার, থানা- বালিয়াডাঙ্গি, জেলা- ঠাকুরগাঁওদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৩৩৮ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল ফোন, ০১ টি প্রাইভেটকার ও নগদ ২৭,৩০০/- টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্বাক্ষরিত/- ০৪ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ। ১৭ এপ্রিল ২০২২ খ্রিঃ। নোমান আহমদ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে মোবাইলঃ ০১৭৭৭৭১০১০৩।