নাদিম আহমেদ অনিক,স্টাফ রিপোর্টার-
নওগাঁর পোরশায় সরির থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। (১৬ এপ্রিল) শনিবার রাত সাড়ে ১০টায় ভারত বাংলাদেশ সীমান্তের ২৩০/৯(এস)/১৫ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে পারঘাটি এলাকার পুনর্ভবা নদীর কাছে ধানক্ষেত থেকে মরদেহটি ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। লাশের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে ছিল। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যাওয়ায় ওই ব্যক্তির বয়স অনুমান করা যাচ্ছে না। তার পরনে একটি চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল।
ওসি জহুরুল হক আরও বলেন, গতকাল রাত ৯টার দিকে নিতপুর সীমান্ত এলাকায় অবস্থিত একটি ইটভাটার শ্রমিক শীতলী এলাকায় পুনর্ভবা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় লাশটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করে তাঁর লাশ সীমান্তের বাংলাদেশের এক কিলোমিটার ভেতরে ফেলে যায়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।