সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯ এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২১৪ বোতল বিদেশী মদ এবং ১২৬ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে ২১৪ বোতল বিদেশী মদ এবং ১২৬ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল ১৩ এপ্রিল, ২০২২ ইং তারিখে ০৩.৩০ ঘটিকায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বর্নীগ্রামস্থ বর্নীগ্রাম যাত্রী ছাউনী সংলগ্ন সালুটিকর টু কোম্পানীগঞ্জ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১২৬ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার গৌরীনগর এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৪০), পিতা- মৃত কলমদর আলী ও মোঃ লুৎফর রহমান (৫০), পিতা- মোঃ আরব আলী এবং মোঃ মজিদ (৪৫), পিতা- মৃত আবদুল হামিদ।
দিনের আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ইসলামপুর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল ১৩ এপ্রিল, ২০২২ ইং ০২.১০ ঘটিকায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন নোয়াগাও গ্রামস্থ টলিরমুখ নামক স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ২১৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।