ওমর ফারুক খান লালপুর নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় মাসুদ রানা সোহেল(৫০)নামের এক সংবাদকর্মী নিহত হয়েছে। তিনি গত রবিবার ৩ এপ্রিল ১ম রমজানে রাতে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ৮ এপ্রিল ভোর রাতে মারা যান।
সে উপজেলার ভাঙ্গাপাড়া চিলান গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ বারীর ছেলে। তিনি মৃত্যুকালে দুই স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।তাঁর গ্রামের বাড়ীতে আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পণ করা হয়েছে। তাঁর মৃত্যুতে সংবাদকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারে প্রতি সমাবেদনা জানান তাঁরা।