কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২ এ সুরক্ষিত বিশ্ব,নিশ্চিত স্বাস্থ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো কচুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি।
৭ এপ্রিল(বৃহস্পতিবার) কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব হল রুমে দিবসটিকে সামনে রেখে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মনি সংকর পাইক,ডাঃজাকারিয়া সহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,নার্স ছাড়াও কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।