আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস- সহ ৭ দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা শাখা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ভোলা জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলার সভাপতি শাহনেওয়াজ চন্দন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) সদর উপজেলার সভাপতি মীর হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রবসহ প্রমুখ, শিক্ষক নেতারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ন্যায় সংগত দাবি আদায়ের জন্য আর আন্দোলন করতে হবে না। আমরা আশা করি মহান স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে শিক্ষকদের এই দাবি মেনে নেবেন।
তাদের দাবি গুলো হলো, ১.শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। ২. পূর্ণাঙ্গ উৎসব ভাতা, মেডিকেল বাতা ও সম্মান জনক বাড়ি ভাড়া ভাতা প্রদান। ৩. বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেলের অনুরূপ বেতন স্কেল নির্ধারণ। ৪. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পদোন্নতি ক্ষেত্রে অনুপাত প্রধান বাতিল করণ। ৫. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রভাষকদের পদোন্নতির ক্ষেত্রে ‘ জেষ্ঠ প্রভাষক’ নামকরণের পরিবর্তে পূর্বের ‘সহকারী অধ্যাপক ‘ পদ বহাল রাখা। ৬. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কে অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালুকরণ। ৭. শিক্ষক কর্মচারীদের মধ্যে সমান অংশীদারিত্বের ভিত্তিতে প্রাইভডেন্ট ফান্ড চালুকরণ ।
মানববন্ধন শেষে শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সভাপতি শাহনেওয়াজ চন্দন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুনের নেতৃত্বে শিক্ষক সমিতির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়।